অসহায় পরিবারকে ঘর তৈরি করে দিলেন আলফা

0
141

দেবহাটা প্রতিনিধি: সাতক্ষীরার দেবহাটায় গাছ থেকে পড়ে মারা যাওয়া অসহায় ভ্যানচালক নওয়াব আলী ওরফে নোভা গাজীর অসহায় পরিবারকে গৃহ নির্মান করে দিয়েছেন সাতক্ষীরা জেলা পরিষদের সদস্য আলহাজ্ব আল ফেরদাউস আলফা। নিজ অর্থায়নে নির্মিত ওই বাসগৃহ রবিবার নোভা গাজীর অসহায় পরিবারের কাছে হস্তান্তর করেন আলফা। এসময় নতুন ঘর পেয়ে সেখানে বসবাসরত নিহতের স্ত্রী, কন্যা ও নাতি-নাতনীরা আবেগাপ্লুত হয়ে পড়েন।
উল্লেখ্য যে, ৪ জুলাই বেলা ১১ টার দিকে পারুলিয়া চারা বটতলা এলাকায় সাতক্ষীরা-কালীগঞ্জ মহাসড়কের পাশে একটি মরা রেইনট্রি কাটতে উঠেন স্থানীয় দুঃখে গাজীর ছেলে মোটর ভ্যান চালক বৃদ্ধ নওয়াব আলী (৫৫)। একপর্যায়ে গাছ থেকে মাটিতে পড়ে গুরুতর আহত হন তিনি। তাৎক্ষনিক তাকে সাতক্ষীরা সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষনা করেন। এরপর থেকে একমাত্র উপার্জনক্ষম নওয়াব আলীর অনুপস্থিতিতে স্ত্রী, মেয়ে সহ পরিবারের অন্যান্যরা অভাব অনটনে কুঁড়ে ঘরে দিন কাটাচ্ছিলেন। তাদের দুঃখ-দূর্দশার কথা জানতে পেরে জেলা পরিষদ সদস্য আলহাজ্ব আল ফেরদাউস আলফা ওই পরিবারের জন্য বাসগৃহ নির্মানের উদ্যোগ নেন।