অমেলন্দু রায়ের কোলকাতায় বিশেষ সম্মান প্রাপ্তি

0
611

প্রতিনিধি, দাকোপ :
কোলকাতার ডানলপে ‘কোলকাতা আচার্য প্রফুল্লচন্দ্র সম্মিলনীর’ ২৬তম বিজয় সম্মেলন অনুষ্ঠিত হয়।

গত রোববার (১৮ নভেম্বর ২০১৮) অনুষ্ঠিত মহতী অনুষ্ঠানে বাংলাদেশ থেকে আমন্ত্রীত আচার্য প্রফুল্লচন্দ্র রায় স্মৃতি সংসদ খুলনার দাকোপ উপপেলার চালনা পৌরসভার সাধারণ সম্পাদক অমেলন্দু রায় সম্মানিত অতিথি হিসেবে স্বাধীন বাংলাদেশের মানুষের হৃদয় আচার্য প্রফুল্লচন্দ্র রায়কে নতুন করে শ্রদ্ধার আসনে প্রতিষ্ঠার প্রচেষ্টায় বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। এসময় অমেলন্দু রায় আলোচনায় বিগত ৩মার্চ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক খুলনা বিশ্ববিদ্যালয়ে ‘আচার্য প্রফুল্লচন্দ্র কেন্দ্রীয় গবেষণাগারের’ শুভ উদ্বোধন করায় প্রধানমন্ত্রীকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ফায়েক উজ্জামান, বিশ্ববিদ্যালয়ের ডীন, সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা ও সম্মানীত সকল শিক্ষককে আন্তরিক অভিনন্দন ও ধন্যবাদজ্ঞাপন করেন।

উক্ত অনুষ্ঠানে অমেলন্দুকে পিনাক পানি দত্তের প্রণীক ‘স্মৃতি সত্তায় আচার্য প্রফুল্লচন্দ্র’ ৭২৬ পৃষ্ঠার ঐতিহাসিক গ্রন্থ প্রদান করা হয়। বিশিষ্ট ইতিহাসবিদ ড. সর্তী দত্ত অমেলন্দুকে সম্মান জানিয়ে তার ‘বিবেক আলোয় আলোকিত আচার্য’ দুই সাধকের আদর্শের মিলন কাহিনী ও ভরা থাক স্মৃতি সুধায় (খুলনায় ফেলে আসা নানা রয়ের দিনগুলি) গ্রস্থ প্রদান করে। সাহিত্যিক নীলিমা ভট্রাচার্য অমেলন্দু রায়কে সম্মান জানিয়ে জীবন থেকে নেওয়া আমার সাহিত্য গ্রন্থ প্রদান করে।