অবৈধ সাইনবোর্ড উচ্ছেদে উত্তরায় ডিএনসিসির অভিযান

0
177

টাইমস ডেস্ক :
উত্তরায় ফুটপাত ও সড়কে অবৈধভাবে রাখা নির্মাণ সামগ্রী নিলাম এবং অবৈধ সাইনবোর্ড উচ্ছেদ অভিযান পরিচালনা করছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। গতকাল রোববার উত্তরায় জসীম উদদীন মোড় থেকে এ অভিযান শুরু হয়। উত্তরায় পাঁচজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের তত্ত্বাবধানে ফুটপাত ও সড়কে অবৈধভাবে রাখা নির্মাণ সামগ্রী নিলাম এবং অবৈধ সাইনবোর্ড উচ্ছেদ অভিযান পরিচালিত হচ্ছে। ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম নিজে অভিযান তদারকি করেন। এ সময় ডিএনসিসির মেয়র আতিকুল ইসলাম বলেন, বার বার আমরা নোটিশ দিয়েছি। তারপর অনেকে অবৈধ বিলবোর্ড, সাইনবোর্ড লাগিয়ে রেখেছেন। শহরের মধ্যে ব্যবসা করবেন কিন্তু কোনো পারমিশন নেবেন না, সেটা আর হবে না। এ শহরে ব্যবসা করতে হলে নিয়মের মধ্যে আসতে হবে। আপনাদের বার বার বলা হয়েছে, তবুও তারা শুনছেন না। আমাদের ম্যাজিস্ট্রেটরা উত্তরা এলাকায় এ বিষয় অভিযান পরিচালনা করবেন। যারা সিটি করপোরেশন আইন মানছেন না তাদের বিরুদ্ধে আমারা অবশ্যই ব্যবস্থা নেব। নির্মাণাধীন ভবনের সামনে রাস্তা বা ফুটপাতে ইট-বালু, রড যা পাবো আমরা কিন্তু তা জব্দ করে তাৎক্ষণিক নিলাম করব।