অনূর্ধ্ব-১৯ দলের কাছে জাতীয় দলের শেখার অনেক কিছু আছে : মোমিনুল

0
245

খুলনাটাইমস স্পোর্টস : অনুর্ধ্ব-১৯ দলের কাছে বিশেষ করে তারা যেভাবে একাগ্রতা দেখিয়ে আইসিসি যুব বিশ্বকাপ জয় করেছে তা থেকে জাতীয় দলের অনেক কিছু শেখার আছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ টেস্ট অধিনায়ক মোমিনুল হক। দক্ষিণ আফ্রিকার মাটিতে শক্তিশালী ভারতকে ৩ উইকেটে হারিয়ে অনুর্ধ্ব-১৯ দলের শিরোপা জয়ে পুরো বাংলাদেশ যেদিন আনন্দে ভেসেছে, সেদিনই মোমিনুলের দল পাকিস্তানের কাছে আরেকটি ইনিংস ব্যবধানে পরাজয়ের দ্বারপ্রান্তে পৌঁছে গেছে। অনূর্ধ্ব-১৯ দলের সাফল্যে অনুপ্রাণিত হয়ে জাতীয় দল অন্তত ইনিংস ব্যবধানের পরাজয় এড়াবে বলে ধারণা করা হচ্ছিল। কিন্তু সেটা হয়নি। আগের দিনের সঙ্গে মাত্র ৪২ রান যোগ করে ১৬৮ রানে অলআউট হয়ে পাকিস্তানের কাছে ইনিংস ও ৪৪ রানে পরাজিত হয় টাইিগাররা। টেস্ট ক্রিকেটে এটা ছিল বাংলাদেশ দলের টানা ষষ্ঠ পরাজয়, যার মধ্যে পাঁচটি রয়েছে ইনিংস ব্যবধানের হার। টেস্ট অধিনায়ক হিসেবে দায়িত্ব পাওয়ার পর টানা তৃতীয় ইনিংস পরাজয়ের কারণে বেশ হতাশ মোমিনুল। তবে জুনিয়র দলকে অভিনন্দন জানাতে দ্বিধা বোধ না করে তিনি আরো বলেন, অনুর্ধ্ব-১৯ দলের কাছ থেকে তাদের অনেক কিছু শেখার আছে। ম্যাচ শেষে পুরস্কার বিতরনী অনুষ্ঠানে মোমিনুল বলেন,‘জুনিয়র কিংবা সিনিয়র, আপনি সবার কাছ থেকেই শিখতে পারেন। কিভাবে ভাল করা যায়- সে বিষয়ে তারা কিছু ধারনা দিয়েছে। আমি তাদের অভিনন্দন জানাই। টেস্ট ক্রিকেটে আমাদের উন্নতি করতে হবে।’ তিনি আরো বলেন,‘তারা সত্যিই কঠোর লড়াই করে ম্যাচে ফিরেছে। আমাদের উচিত তাদের কাছ থেকে শিক্ষা নেয়া। তাদের কাছ থেকে আমাদের আরো একটি বিষয় শিক্ষনীয় আছে-তা হচ্ছে প্রতিটি মুহূর্তে তাদের বিশ্বাসটা কেমন ছিল। ’ জয়ের জন্য তাদের ক্ষুধাটাকে বড় হিসেবে বিবেচনা করে মোমিনুল সিনিয়র দলেরও একই ধরনের ক্ষুধা থাকা উচিত বলে মন্তব্য করেন। মোমিনুল বলেন,‘ তারা প্রমাণ করেছে-যে কোন পর্যায়ে একটা ম্যাচ জয়ের জন্য ক্ষুধা দরকার। আমি জানি তারা দুই বছর যাবত একত্রিত থেকেছে এবং অনেক ম্যাচ খেলেছে। তবে সবচেয়ে বড় বিষয় হচ্ছে তারা মাঠে একে অপরকে সাহায্য করেছে এবং ম্যাচ জয়ের জন্য একে অপরকে জাগরিত করেছে। বাংলাদেশের ক্রিকেটর জন্য এটা অনেক বড় একটা অর্জন এবং এই শিরোপা জয় সকল খারাপ সময়কে পিছনে ফেলে আমাদের একটি ভাল ক্রিকেটীয় জাতিতে পরিণত হতে সাহায্য করবে।’