অগ্রণী ব্যাংক ও টিভিএস অটো’র সমঝোতা স্মারক স্বাক্ষর

0
350

ঢাকা অফিস: দেশের বর্তমান অর্থনৈতিক উন্নয়ন অগ্রযাত্রায় উৎপাদনমূখী শিল্প প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এই উৎপাদনমূখী শিল্প প্রতিষ্ঠানসমূহ দেশ ব্যাপী ডিলার নিয়োগের মাধ্যমে উৎপাদিত বিভিন্ন পণ্য বাজারজাতকরণ তথা ব্যবসা কার্যক্রম পরিচালনা করে থাকে। নিযুক্ত ডিলারগণ প্রায়শঃ চলতি মূলধন ঘাটতির কারনে তাদের ব্যবসায়িক কর্মকান্ড সুষ্ঠুভাবে পরিচালনা করতে পারেন না বিধায় তাদের ঋণ সহায়তার প্রয়োজন। এলক্ষ্যে দেশের স্বনামধন্য উৎপাদনমূখী শিল্প প্রতিষ্ঠান ঞঠঝ অঁঃড় ইধহমষধফবংয খঃফ. হতে তাদের নিযুক্ত ডিলারদের ঋণ সহায়তা প্রদানের বিষয়ে অগ্রণী ব্যাংক লিমিটেড এর নিকট প্রস্তাব পেশ করেন। বর্তমানে টিভিএস অটো বাংলাদেশ লিমিটেড বাংলাদেশের অন্যতম একটি মোটরসাইকেল প্রস্তুতকারী প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি প্রায় ২০০ ডিলার নিয়োগের মাধ্যমে দেশব্যাপী ব্যবসা কার্যক্রম পরিচালনা করছে। ঞঠঝ অঁঃড় ইধহমষধফবংয খঃফ. এর আগ্রহের প্রেক্ষিতে তাদের নিযুক্ত ডিলারদের ঋণ সহায়তা প্রদানের বিষয়ে অগ্রণী ব্যাংক লিমিটেড সম্মতি প্রকাশ করেন। এ প্রেক্ষিতে অগ্রণী ব্যাংক লিমিটেড এবং টিভিএস অটো বাংলাদেশ লিমিটেড সমঝোতা স্মারক সম্পাদনের মাধ্যমে ডিলারদের ব্যবসায়িক কার্যক্রম পরিচালনার লক্ষ্যে ঋণদানের বিষয়ে উভয় পক্ষ কর্তৃক সম্মতি জ্ঞাপন করা হয়। এ লক্ষ্যে অগ্রণী ব্যাংক লিমিটেড এবং টিভিএস অটো বাংলাদেশ লিমিটেড এর মধ্যে টিভিএস অটো কর্তৃক নিযুক্ত ডিলারদের ঋণদান বিষয়ে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠান বৃহস্পতিবার অগ্রণী ব্যাংক লিমিটেড এর বোর্ডরুমে অনুষ্ঠিত হয়।
অগ্রণী ব্যাংক লিমিটেড এর পক্ষে ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও জনাব মোহম্মদ শামস্-উল ইসলাম এবং ঞঠঝ অঁঃড় ইধহমষধফবংয খঃফ. এর ব্যবস্থাপনা পরিচালক জনাব জে. একরাম হোসাইন অনুষ্ঠানে উপস্থিত থেকে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। উক্ত অনুষ্ঠানে অগ্রণী ব্যাংক লিমিটেড এর উপ-ব্যবস্থাপনা পরিচালক মহোদয়গণ, মহাব্যবস্থাপক মহোদয়গণ এবং ঞঠঝ অঁঃড় ইধহমষধফবংয খঃফ. এর উর্ধ্বতন কর্তৃপক্ষ উপস্থিত ছিলেন।