চট্টগ্রাম ডিএনসি’র পৃথক অভিযানে ইয়াবা-গাজাসহ আটক ১৬

0
218

নিজস্ব প্রতিবেদক:
চট্টগ্রাম মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি)’র পৃথক অভিযান চালিয়ে ইয়াবা ১ হাজার ৪শ’ পিস এবং গাজা ৭শ’ গ্রামসহ মোট ১৬ জন মাদক ব্যবসায়ী ও সেবীকে আটক করেছেন। আটককৃত ইয়াবা ব্যবসায়ীরা হচ্ছে দীল মোহাম্মদ (৩৩) এবং মোঃ আজিজ (১৯)। এছাড়া ১৪ মাদক সেবীকে ভ্রম্যমান আদালতের মাধ্যমে তাদেরকে বিভিন্ন মেয়াদে সাজা ও অর্থদন্ড প্রদান করা হয়। ভ্রম্যমান আদালত পরিচালনা করেন বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রট ফাহমিদা আফরোজ।
চট্টগ্রাম মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি)’র সূত্র মতে, ৩ মে সকাল সাড়ে ১১টায় হতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চট্টগ্রাম মেট্রো কার্যালয়ের উপ পরিচালক মোঃ রাশেদুজ্জামান এর সার্বিক তত্ত্বাবধানে নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাহমিদা আফরোজ এর নেতৃত্বে চট্টগ্রাম মেট্রো কার্যালয়ের সকল সার্কেলের সমন্বয়ে মহানগরীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে ১৪ জন মাদক সেবন কারীকে ৭০০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করা হয়। বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রট ফাহমিদা আফরোজ ধৃত আসামীদের বিভিন্ন মেয়াদে কারাদন্ড ও অর্থ দন্ড প্রদান করেন। অপরদিকে দুপুর ১টা নিয়মিত মামলায় কোতোয়ালি সার্কেল পরিদর্শক মোঃ মোজাম্মেল হক এর নেতৃত্বে কোতোয়ালি থানাধীন আন্দরকিল্লা শাহী জামে মসজিদ এলাকায় অভিযান পরিচালনা করে মৃত জয়নাল আবেদীনের পুত্র দীল মোহাম্মদকে ১ হাজার পিস ইয়াবাসহ গ্রেফতার করে কোতোয়ালি সার্কেল পরিদর্শক মোঃ মোজাম্মেল হক বাদী হয়ে কোতয়ালী থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেন।৷ এছাড়া একই টিম কোতোয়ালি থানাধীন ফিরিঙ্গী বাজার ব্রিজ ঘাট এলাকায় এলাকায় অভিযান পরিচালনা করে মৃত সৈয়দ মোহাম্মদ এর পুত্র মোঃ আজিজকে ৪শ’ পিস ইয়াবাসহ গ্রেফতার বন্দর সার্কেল পরিদর্শক মোঃ সিরাজুল ইসলাম বাদী হয়ে কোতয়ালী থানায় আরও একটি নিয়মিত মামলা দায়ের করেন।