চট্টগ্রাম ডিএনসি’র অভিযানে ইয়াবাসহ আটক ৪

0
246

নিজস্ব প্রতিবেদক:
চট্টগ্রাম মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, মেট্রো: উপঅঞ্চল সার্কেলের পৃথক অভিযান চালিয়ে ইয়াবাসহ মোট ৪ জনকে আটক করেছেন। বৃহস্পতিবার ও শুক্রবার দুইদিনে নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মোট ৪ হাজার ১শ পিস ইয়াবা উদ্ধার করেন। এ সময় মাদক ব্যবসায়ী নূর আয়েশা(৩০), শারমিন সুলতানা(২০), মিনুয়ারা বেগম(৪০) এবং মাদক ব্যবসায়ী মো: রিদুয়ান(২০)কে আটক করেন।
চট্টগ্রাম মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, মেট্রো: উপঅঞ্চল সার্কেলের সূত্র মতে, শুক্রবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, চট্টগ্রাম মেট্রো: উপঅঞ্চল, চট্টগ্রাম এর উপ-পরিচালক মো. রাশেদুজ্জামান এর সার্বিক তত্ত্বাবধানে তিনটি পৃথক মাদক বিরোধী অভিযানে ২ হাজার ৮শ পিস ইয়াবাসহ ৩(তিন)জন মহিলা মাদক ব্যবসায়ীকে গেফতার করা হয়। ২০ মার্চ সকালে গোপন সংবাদের ভিত্তিতে চান্দগাঁও সার্কেলের সহকারী উপ-পরিদর্শক মোহাম্মদ আবু সাঈদ ভূঁঞা এর নেতৃত্বে এক মাদক বিরোধী অভিযানে বাকলিয়া থানাধীন মেরিনার্স রোড সংলগ্ন সন্তোষ চৌধুরির পান সিগারেটের দোকানের সামনে রাস্তার উপর থেকে মাদক ব্যবসায়ী নূর আয়েশা(৩০)কে ৯০০(নয়শত) পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়। চান্দগাঁও সার্কেলের পরিদর্শক লোকাশীষ চাকমা এর নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে পৃথক এক মাদক বিরোধী অভিযানে মাদক ব্যবসায়ী শারমিন সুলতানা(২০)কে ১ হাজার পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়। পাহাড়তলী সার্কেল পরিদর্শক এ.এস.এম মঈনউদ্দীন কবির এর নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে অপর এক মাদক বিরোধী অভিযানে কোতোয়ালী থানাধীন ব্রিজঘাট থেকে মাদক ব্যবসায়ী মিনুয়ারা বেগম(৪০)কে ৯শ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত তিন আসামী কক্সবাজার জেলার রামু’র বাসিন্দা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামীরা স্বীয় অপরাধ স্বীকার করেছে। এছাড়া বৃহস্পতিবার ১৯ মার্চ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, চট্টগ্রাম মেট্রো: উপঅঞ্চল, চট্টগ্রাম এর উপ-পরিচালক জনাব মো. রাশেদুজ্জামান এর সার্বিক তত্ত্বাবধানে কোতোয়ালী সার্কেলের পরিদর্শক মো: মোজাম্মেল হক এর নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে এক মাদক বিরোধী অভিযানে কোতোয়ালী থানাধীন পুরাতন রেল স্টেশনস্থ এলাকা থেকে মাদক ব্যবসায়ী মো: রিদুয়ান(২০)কে ১ হাজার ৩শ’ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী মো: রিদুয়ান কক্সবাজার জেলার রামুর বাসিন্দা। আটককৃতের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ মোতাবেক কোতোয়ালী থানায় ০১টি নিয়মিত মামলা দায়ের করা হয়।