২০২১ পর্যন্ত রিয়ালের কোচ সোলারি

0
407

আর্জেন্টাইন কোচ সান্তিয়াগো সোলারিকে ২০২১ সালের ৩০ জুন পর্যন্ত দায়িত্ব দিয়েছে রিয়াল মাদ্রিদ। মঙ্গলবার ক্লাবের ওয়েবসাইটে এক বিবৃতিতে ৪২ বছর বয়সী এই কোচকে দীর্ঘমেয়াদে দায়িত্ব দেয়ার কথা জানানো হয়। গত ২৯ অক্টোবর হুলেন লোপেতেগিকে ছাঁটাই করে অর্ন্তর্র্বতীকালীন কোচ হিসেবে সোলারিকে দায়িত্ব দেয় রিয়াল। তার অধীনে এ পর্যন্ত সব প্রতিযোগিতা মিলিয়ে চার ম্যাচ খেলে সবকটিতে জয় পেয়েছে মাদ্রিদের ক্লাব।
সোলারি দায়িত্ব নেয়ার আগে লা লিগায় শেষ পাঁচ ম্যাচে মাত্র একটি জয় পেয়েছিল রিয়াল। তার অধীনে দারুণভাবে ঘুরে দাঁড়ায় চ্যাম্পিয়ন্স লিগের শিরোপাধারীরা। কোপা দেল রে’তে তৃতীয় সারির ক্লাব মেলিয়াকে তাদের মাঠে ৪-০ গোলে উড়িয়ে দিয়ে শুরু। এরপর লিগে ঘরের মাঠে রিয়াল ভায়াদোলিদকে হারানোর পর চ্যাম্পিয়ন্স লিগে ভিক্টোরিয়া প্লজেনের মাঠে ৫-০ গোলের জয় পায় স্পেনের সবচেয়ে সফল দলটি।
সবশেষ রোববার লা লিগায় সেলটা ভিগোকে ৪-২ গোলে হারায় তারা। নিজেদের ইতিহাসে যে কোনো নতুন কোচের অধীনে এটাই ক্লাবটির সেরা শুরু। চার ম্যাচে ১৫ গোল করেছে রিয়াল। হজম করেছে মাত্র দুটি গোল। লা লিগায় শীর্ষে থাকা বার্সেলোনার চেয়ে চার পয়েন্ট পিছিয়ে পয়েন্ট টেবিলে ছয়ে রয়েছে রিয়াল। চ্যাম্পিয়ন্স লিগের জি-গ্রুপে চার ম্যাচে তিন জয়ে নয় পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে বর্তমান চ্যাম্পিয়নরা। এএস রোমার পয়েন্টও রিয়ালের সমান। তবে মুখোমুখি লড়াইয়ে পিছিয়ে দ্বিতীয় স্থানে আছে ইতালির দলটি। তথ্য সূত্র; যুগান্তর