দুই ম্যাচ নিষিদ্ধ হিগুয়াইন

0
500

সেরি-এ লিগে জুভেন্টাসের বিপক্ষে ম্যাচে অখেলোয়াড়সুলভ আচরণের দায়ে দুই ম্যাচ নিষিদ্ধ হয়েছেন এসি মিলানের ফরোয়ার্ড গনজালো হিগুয়াইন। গত রোববার ২-০ গোলে হেরে যাওয়া ম্যাচে বিরতির আগে পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হন হিগুয়াইন।
শেষদিকে বেনাতিয়াকে পেছন থেকে ফাউল করে হলুদ কার্ড দেখেন আর্জেন্টাইন ফরোয়ার্ড। তাতে মেজাজ হারিয়ে রেফারির সঙ্গে তর্ক জুড়ে দেখেন লাল কার্ড। তাতেও শান্ত হননি তিনি। পরে দু’দলের খেলোয়াড়রা তাকে শান্ত করেন।
জুভেন্টাস থেকে এক বছরের জন্য ধারে মিলানে আসা আর্জেন্টাইন স্ট্রাইকারকে দুই ম্যাচ নিষেধাজ্ঞার কথা জানায় সেরি-এ লিগ কর্তৃপক্ষ। ২৫ নভেম্বর ল্যাজিওর বিপক্ষে এবং তার পরের সপ্তাহে পার্মার বিপক্ষে খেলতে পারবেন না ৩০ বছর বয়সী হিগুয়াইন।
১২ ম্যাচে ছয় জয় ও তিন ড্রয়ে ২১ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে রয়েছে এসি মিলান। সমান ম্যাচে ৩৪ পয়েন্ট নিয়ে শীর্ষে জুভেন্টাস। তথ্য সূত্র: যুগান্তর