দেবহাটায় শহীদদের স্বরণে বিভিন্ন সংগঠনের পুষ্পমাল্য অর্পন

0
454

দেবহাটা প্রতিনিধি: দেবহাটায় শহীদদের স্বরণে উপজেলা প্রশাসনসহ বিভিন্ন সংগঠনের পুষ্পমাল্য অর্পন। শহীদ দিবস আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২০ যথাযথ ভাবে উৎযাপন করার লক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে সখিপুর হাইস্কুল মাঠের শহীদ বেদীতে শহীদ মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে রাত ১২টা ১ মিনিটে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন দেবহাটা উপজেলা প্রশাসন সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দরা। প্রথমে পুস্পমাল্য অর্পণ করেন সাবেক সফল স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক মন্ত্রালয়ের স্থায়ী কমিটির সভাপতি আলহাজ্ব অধ্যাপক ডাঃ আফম রুহুল হক এমপি’র পক্ষে উপজেলা আওয়ামীলীগ। পরে পর্যয়ক্রমে উপজেলা প্রাশাসন ,উপজেলা পরিষদ, দেবহাটা থানা, দেবহাটা উপজেলা আওয়ামীলীগ, দেবহাটা মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা জাতীয়পার্টি, দেবহাটা প্রেসক্লাব, উপজেলা যুবলীগ, শ্রমিকলীগ, কৃষকলীগ, স্বেচ্ছাসেবকলীগ,তাঁতীলীগ, ছাত্রলীগ, দেবহাটা কলেজ,স্বেচ্ছাসেবী সংগঠন আইডিয়াল সহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান। উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া আফরীনের তত্বাবধায়নে এসময় উপস্থিত ছিলেন, দেবহাটা থানার অফিসার ইনচার্জ বিপ্লব কুমার সাহা, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও নওয়াপাড়া ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মুজিবর রহমান, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, সাবেক উপজেলা আওয়ামীলীগের যুগ্ম- সাধারণ সম্পাদক আনারুল হক, সাবেক সাংগঠনিক সম্পাদক ও সখিপুর ইউপি চেয়ারম্যান শেখ ফারুক হোসেন রতন, ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ, দেবহাটা সদর ইউপি চেয়ারম্যান আবু বকর গাজী, কৃষি কর্মকর্তা শরীফ মো. তিতুমীর, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুল লতিফ, সমাজসেবা কর্মকর্তা অধির কুমার গাইন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল হাই, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শফিউল বসার, উপজেলা যুবলীগের সভাপতি মিজানুর রহমান মিন্নুর,সাধারন সম্পাদক বিজয় ঘোষ, শ্রমিকলীগের সভাপতি আবু তাহের, কৃষকলীগের সদস্য সচিব আব্দুল্লা হীম, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মাহবুব আলম খোকন,সাধারন সম্পাদক লোকমান কবির, ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সুমন প্রমুখ। পুষ্পমাল্য অর্পন শেষে সকল ভাষা শহীদদের আতœার মাগফেরাত কামনায় মোনাজাদ করা হয়।