দেবহাটায় বার্ষিক হাজুত মান্নত মেলা অনুষ্ঠিত: দর্শনার্থীদের ভীড়ে মুখরিত এলাকা

0
372

মীর খায়রুল আলম:
পৌষ মাসকে বিদায় জানিয়ে মাঘকে বরণ করতে প্রতি বছরের ন্যায় সোমবার দেবহাটায় বার্ষিক মান্নত বা হাজুত মেলা অনুষ্ঠিত হয়েছে। প্রতি বছরের ন্যায় এবার ও সকাল থেকে শুরু করে গভীর রাত্র পর্যন্ত ঐতিহ্যবাহী বনবিবিতলায় অনুষ্ঠিত হয়। এই অনুষ্ঠানটি সকল ধর্ম,বর্ণ এক সাথে পালন করে থাকে। দিনটির শুরু থেকে দেবহাটার ঐতিহ্যবাহী বন বিবি তলা নামক স্থানে অনুষ্ঠিত মেলায় সারাদিন দর্শনার্থী,সাধারন মানুষ ও মান্নত কারীগন ভিড় জমাতে থাকে। এ মহাৎ অনুষ্ঠানটি কবে-কখন থেকে শুরু হয় কেউ সঠিক সময় বলতে পারে না। বর্তমানে স্থানীয় যুব সংঘ প্রতি বছর এটি আয়োজন করে আসছে।

মেলায় নিরাপত্তার স্বার্থে স্বেচ্ছাসেবক দায়িত্ব পালন করেন। এখানে বিকালে তাবারক বিতরণ করা হয় খির, খিঁচুড়ি, পায়েশ, দুধ, মিষ্টি, বাতাসা ইত্যাদি দিয়ে। বর্তমানে মেলায় মুনসুর মোল¬া(৭২) ও তার সহকারী নয়ন আলী(৫২) নামক দুইজন বৃদ্ধ এদিন দান গ্রহন করেন। তারা জানান, মানুষের রোগ-শোক, বিপদ-আপদ ইত্যাদি থেকে মুক্তি পেতে এখানে দান করেন। দর্শনার্থীরা তাবারক গ্রহন করেন এবং সেগুলো খেয়ে থাকেন রোগ মুক্তির আশায়। তিনি আরও জানান তিনি ৩০ বছর যাবত এ দায়িত্ব পালন করে আসছেন। সারাদিন কয়েক হাজারের ও অধিক মানুষ আসেন এখানে। এছাড়া ভ্রমন প্রিয় ব্যাক্তিরা এখানে মেলা উপলক্ষে বেড়াতে আসে। দেবহাটার এ ঐতিহ্যকে বহু যুগযুগ ধরে রেখেছে স্থানীয়রা। তাই মেলায় ঘুরতে আসা সকলে মনে করেন যদি উপজেলা প্রশাসন এই ঐতিহ্য  ধরে রাখতে উদ্যোগ নিলে এই দিনটি আরো সুন্দর ভাবে পালিত হবে। তা না হলে অচিরে গ্রামবাংলার এঐতিহ্য দিনটি হারিয়ে যাবে।