গাঙ্গুলীকে টপকাতে ১১ রান দরকার কোহলির

0
236
India's captain Virat Kohli gestures while fielding during the 2019 Cricket World Cup group stage match between India and Pakistan at Old Trafford in Manchester, northwest England, on June 16, 2019. (Photo by Oli SCARFF / AFP) / RESTRICTED TO EDITORIAL USE

খুলনাটাইমস স্পোর্টস : টেস্ট ক্রিকেটে সাবেক সতীর্থ সৌরভ গাঙ্গুলিকে পিছনে ফেলার দ্বারপ্রান্তে ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি। আগামীকাল ভোরে ওয়েলিংটনে সিরিজের প্রথম টেস্টে মুখোমুখি হচ্ছে ভারত ও নিউজিল্যান্ড। এই টেস্টে ১১ রান করতে পারলেই সাবেক সফল অধিনায়কসৗরভ গাঙ্গুলীকে টপকে যাবেন দেশটির বর্তমান দলনেতা কোহলি। ১২ বছরের ক্রিকেট ক্যারিয়ারে ১১৩ টেস্টে ৭২১২ রান করেছেন গাঙ্গুলী। ১৬টি সেঞ্চুরি ও ৩৫টি হাফ-সেঞ্চুরি ছিলো তার ক্যারিয়ারে। ভারতের সফল অধিনায়ককে ছাড়িয়ে যাবার দ্বারপ্রান্তে কোহলি। ৮৪ টেস্টে ২৭টি সেঞ্চুরি ও ২২টি হাফ-সেঞ্চুরিতে ৭২০২ রান করেছেন কোহলি। ভারতীয়দের মধ্যে টেস্টে রান সংগ্রহের দিক দিয়ে সপ্তমস্থানে রয়েছেন কোহলি। গাঙ্গুলীকে টপকাতে পারলে ষষ্ঠ স্থানে উঠবেন তিনি। ২০০ টেস্টে ১৫, ৯২১ রান নিয়ে ভারতের পক্ষে ও বড় ফরম্যাটে সর্বোচ্চ রানের মালিক এখনও শচীন টেন্ডুলকার।