উইন্টার স্ম্যাশ ব্যাডমিন্টন টুর্নামেন্ট বুধবার শুরু

0
228

খুলনাটাইমস স্পোর্টস : ৪০টি সরকারী ও বেসরকারী বিশ্ববিদ্যালয়ের অংশগ্রহণে ‘ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি উইন্টার স্ম্যাশ-২০২০’ ব্যাডমিন্টন টুর্নামেন্ট বুধবার শুরু হচ্ছে। বৃহস্পতিবার রাজধানীর বাড্ডায় প্রাণ সেন্টারে এক সংবাদ সম্মেলনে আয়োজকদের পক্ষ থেকে এসব তথ্য জানানো হয়। এ সময় পৃষ্ঠপোষক প্রাণ ফুডস এর জেনারেল ম্যানেজার (মার্কেটিং) মো: আলী হাসান বলেন, ‘ব্যাডমিন্টন খেলাকে আরো জনপ্রিয় করতে পঞ্চমবারের মতো এই টুর্নামেন্টের সাথে সম্পৃক্ত হয়েছি। ক্র্যাকো’র লক্ষ্য তরুণদের সাথে কাজ করা এবং তাদের প্রতিভা বিকাশে সহায়তা করা।’ ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির শিক্ষক ও বিশ্ববিদ্যালয়টির স্পোর্টিং ক্লাবের সমন্বয়কারী এ এস এম আসিফ বলেন, আন্তঃবিশ্ববিদ্যালয় পর্যায়ে এটি সবচেয়ে বড় ব্যাডমিন্টন টুর্নামেন্ট। এবারের টুর্নামেন্টে ছয় ক্যাটাগরিতে প্রায় ১২০ টি দল অংশ নেবে। প্রাণ বেভারেজ লিমিটেড এর জেনারেল ম্যানেজার (মার্কেটিং) আতিকুর রহমান, ভিশন ইলেকট্রনিকস এর ব্র্যান্ড ম্যানেজার শেখ মাহাবুবুর রহমান, বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের আম্পায়ার আয়াজ আল আমিন এবং ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি স্পোর্টস ক্লাবের সভাপতি মুরাদ আল শামসসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের উর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।