করোনায় কপিলমুনিতে থানা ওসি’র (তদন্ত) সচেতনামূলক প্রচারণা

0
401

শেখ নাদীর শাহ্ :


কপিলমুনির ঈদ বাজারে সমবেতদের সামাজিক দূরত্ব বজায় রাখতে পাইকগাছা থানার ওসি (তদন্ত) আশরাফ হোসেনের নেতৃত্বে বুধবার সকালে ব্যাপক ভিত্তিক সচেতনামূলক প্রচারণা চালানো হয়েছে।

এসময় ওসি উপজেলার অন্যতম প্রধান বানিজ্যিক কেন্দ্র কপিলমুনি বাজারের বিভিন্ন অলি-গলিতে ঘুরে ঘুরে বাজারে আগত সাধারণ মানুষের মাঝে সচেতনতামূলক প্রচারনার পাশাপাশি প্রতিটি দোকানে দোকানে গিয়ে ক্রেতা সাধারণ ও দোকানিদের সামাজিক দূরত্ব বজায় রাখার ব্যাপারে পরামর্শ দেন। এসময় জরুরী প্রয়োজনে ঘরের বাইরে বেরহলে অবশ্যই মাক্স ও স্যানিটাইজার ব্যবহারের নির্দেশনা দেন।

এ সময় ওসি আশরাফ হোসেন সংক্ষিপ্ত পরিসরে করোনা ভাইরাস কি এবং এর ভয়াবহতা প্রেক্ষিত বাংলাদেশ সম্পর্কে বক্তব্য রাখেন। করোনা সম্পর্কে সরকারের সব ধরণের নির্দেশনা অনুসরণে জনসাধারণের প্রতি বিশেষভাবে অনুরোধ জানান তিনি।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, পাইকগাছা উপজেলা আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আনন্দ মোহন বিশ্বাস, কপিলমুনি পুলিশ ফাঁড়ির ইনচার্জ সঞ্জয় দাশ, কপিলমুনি ইউনিয়ন আ’লীগের সভাপতি যুগোল কিশোর দে, সাধারণ সম্পাদক শেখ ইকবাল হোসেন খোকন, বিশিষ্ট ব্যবসায়ী শেখ আনারুল ইসলাম, স্থানীয় জনপ্রতিনিধিসহ সাংবাদিকবৃন্দ।