লাক্সতারকা তানজিকা আমিনের ‘গহীনের গান’

0
430

খুলনাটাইমস বিনোদন: ‘বকুল ফুলের মালা’, ‘ভালোবাসা এমনই হয়’ ও ‘গহীনের গান’ চলচ্চিত্রে, এই হলো লাক্সতারকা তানজিকা আমিনের আমলনামা। প্রথম দুটি চলচ্চিত্রে এই অভিনেত্রী নিজেকে প্রমাণ করেছেন দর্শকের সামনে। এখন বাকি আছে ‘গহীনের গান’। আজ ২০ ডিসেম্বর ছবিটি মুক্তি উপলক্ষে এখন দারুণ ব্যস্ত সময় কাটাচ্ছেন তানজিকা। বাংলাঢোল প্রযোজিত, সাদাত হোসাইন পরিচালিত দেশের প্রথম পূর্ণদৈর্ঘ্য মিউজিক্যাল ফিল্ম ‘গহীনের গান’-এর অন্যতম আকর্ষণ সংগীতশিল্পী আসিফ আকবর। তার সঙ্গেই জুটি বেঁধেছেন তানজিকা। পেশাদার অভিনেতা না হওয়ার পরও আসিফের কাজ নিয়ে উচ্ছ্বসিত এই নায়িকা। তার মতে, আসিফ আকবর একাগ্রচিত্তে অভিনয় করেছেন পেশাদার অভিনেতাদের মতোই, এখন ছবিটির প্রচারেও তিনি খাটছেন উদয়াস্ত, সঙ্গে আছেন তানজিকা ও অন্য শিল্পী-কুশলীরাও। কী আছে ‘গহীনের গান’ ছবিতে? তানজিকা জানান, ছবিটির নামের মধ্যেই রয়েছে এর ধরন, চরিত্র। মানুষের জীবনের গহন-গহিন বা গভীর অনুভূতির যে সুর বা গান তা নিয়েই ছবিটি। সুর-সংলাপের এক নান্দনিক উপস্থাপন এই ছবি। আসিফ আকবরের গাওয়া নতুন নয়টি গান নিয়ে মালা গেঁথে, বিভিন্ন চরিত্রের সংকট-সম্ভাবনার গল্পের মধ্য দিয়ে ‘গহীনের গান’ হতে যাচ্ছে এ সময়ের এক সাহসী চলচ্চিত্র। ছবিতে নিজের অভিনীত চরিত্র নিয়ে জনপ্রিয় এই অভিনেত্রীর ভাষ্য, ‘ছবিটিতে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ চরিত্র রয়েছে। সবচেয়ে বড় চরিত্র এর গল্প। এটি এমন যে, বাস্তবের অনেক চরিত্রের সঙ্গে মিলে যাবে। এ কারণে নিজের অভিনীত চরিত্র নিয়ে আলাদা করে কিছু বলতে চাই না।’ নিজের কথার রেশ ধরেই তানজিকা জানালেন, ছবিটি প্রচারের অংশ হিসেবে কয়েকদিন আগে সবাই মিলে বেরিয়েছিলেন ঢাকার রাস্তায়, দিনে নয়, গভীর রাতে। উদ্দেশ্য, ‘গহীনের গান’-এর পোস্টার সাঁটানো। এটি তার জীবনে অনন্য এক রাত, জানালেন তানজিকা। তার মতে, দেশীয় চলচ্চিত্র ও চলচ্চিত্রের মানুষদের ব্যাপারে সাধারণ জনতার কৌতূহল অনেক। সে কারণে সেদিন মধ্যরাতে এফডিসির সামনে এত জটলা হতো না! তিনি বলেন, ‘পোস্টার ক্যাম্পেইনে বেরিয়ে উপলব্ধি হয়েছে, দর্শকের প্রতি আমাদের দায়বদ্ধতা অনেক। তাদের ভালোবাসার সঙ্গে কোনো কিছুরই তুলনা চলে না। আমার বিশ্বাস, আমাদের এই ছবিটি তাদের ভালো লাগবে। এর সঙ্গে নিজেদের জীবনের গল্প খুঁজে পাবেন।’ ১৬ ডিসেম্বর প্রকাশ হয়েছে তানজিকা আমিন-আসিফ আকবরের গান ‘বন্দি’। গানের প্রয়োজনে বৃষ্টিতে ভিজেছিলেন তারা। ব্যক্তিগতভাবে এই গানটি তার বিশেষ পছন্দের। তবে তানজিকা কিছুটা ঈর্ষান্বিত এ কারণে যে, ছবিতে ব্যবহূত অন্য গানগুলো আরও বেশি সুন্দর। ‘বন্দি’র আগে বের হয়েছে ‘এমনও বরষায়’ ও ‘বাবা’ শিরোনামের আরও দুটি গান। ছবি মুক্তির পর অন্য গানগুলো উন্মুক্ত করা হবে বাংলাঢোলের ইউটিউব চ্যানেলে।