নতুন সরকারের মন্ত্রিসভার প্রথম বৈঠক ২১ জানুয়ারি

0
406

নতুন সরকারের মন্ত্রিসভার প্রথম বৈঠক অনুষ্ঠিত হবে ২১ জানুয়ারি। ওই দিন সকাল ১০টায় রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কার্যালয়ে তাঁর সভাপতিত্বে অনুষ্ঠিত হবে এই বৈঠক।
মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম ২১ জানুয়ারি বৈঠক হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
গত ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর ৭ জানুয়ারি আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে নতুন মন্ত্রিসভার সদস্যরা শপথ নেন। ৪৭ জনের নতুন মন্ত্রিসভায় প্রধানমন্ত্রী ছাড়া ২৪ জন মন্ত্রী, ১৯ জন প্রতিমন্ত্রী এবং তিনজন উপমন্ত্রী রয়েছেন।

মন্ত্রিসভার বৈঠকের পর ৩০ জানুয়ারি একাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন হওয়ার কথা আছে।