গিলাতলায় প্রতিপক্ষের লাঠির আঘাতে চর্কার শ্রমিক নিহত

0
325

নিজস্ব প্রতিবেদক:
নগরীর খানজাহান আলী থানাধীন গিলাতলা দক্ষিণপাড়ায় তুচ্ছ ঘটনায় প্রতিপক্ষের লাঠির আঘাতে সুজন (২১)এক শ্রমিক নিহত হয়েছেন। রবিবার রাতে গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকায় চিকিৎসার জন্য নেওয়ার পথে সে মারা যায়। এই ঘটনায় পুলিশ হামকাকারী এবং তার বড় ভাইকে আটক করেছে।
প্রত্যক্ষদর্শী সুত্রে জানাগেছে, গিলাতলা দক্ষিণপাড়া এলাকার কওছার আলীর পুত্র শিরোমণি চর্কা কম্পানির শ্রমিক সুজন একই এলাকার মৃত শেখ ইউসুফ আলীর পুত্র আবু সাইদ ওরফে গামাকে রহিঙ্গা বলে ব্যাঙ্গ করায় ক্ষিপ্ত হয়ে রবিবার বিকাল সাড়ে ৪টায় সুজন মিলে যাওয়ার পথে পিছন থেকে সাইদ লাঠি দিয়ে আঘাত করলে সুজন মাটিতে লটে পড়ে । খবর পেয়ে সাইদের ভাই বিল্লাল এবং স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। রাতে তার অবস্থার অবনতি হওয়ায় চিকিৎসার জন্য ঢাকা নেওয়ার পথে সুজন মারা যায়। পুলিশ এই ঘটনায় হামলাকারী সাইদ ওরফে গামা এবং তার ভাই শেখ বিল্লাল হোসেন(৪২) কে আটক করেছে। এ ব্যাপারে মামলার প্রক্রিয়াধীন রয়েছে বলে পুলিশ জানান। এদিকে নিহতের লাশ গতকাল সোমবার ময়না তদন্ত শেষে আছরবাদ জানাযা শেষে তাকে শিরোমণি আবাসিকের কবরস্থানে দাফন করা হয়। এলাকাবাসী জানান আবু সাইদ ওরফে গামা মানসিক ভাবে কিছুটা অসুস্থ থাকায় তাকে সুজন প্রায়ই রহিঙ্গা বলে ডাকায় সুযোগ বুঝে সে গতকাল তার উপর হামলা করে।