টেলিসেবাকে যুগোপযোগী করতে হবে ডিডিসিসি সভায় সিদ্ধান্ত

0
406

তথ্যবিবরণী : খুলনায় টেলিসেবা যুগোপযোগী করার পরামর্শ দিয়েছেন খুলনার জেলা প্রশাসক মো: আমিন উল আহসান। জেলা উন্নয়ন ও সমন্বয় কমিটির (ডিডিসিসি) মাসিক সভায় এই আহবান জানানো হয়। জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আজ সকালে তার সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়।

সভায় বিটিসিএল এর ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা অত্যন্ত ধীরগতির বলে আলোচনা করা হয়। অধিকাংশ সরকারি দপ্তর বিটিসিএল এর সেবা বঞ্চিত হয়ে বেসরকারি ব্রডব্যান্ড ব্যবহার করতে বাধ্য হচ্ছে। সকল সীমাবদ্ধতা কাটিয়ে বিটিসিএলকে আরও কার্যকর পদক্ষেপ নিতে জেলা প্রশাসক আহবান জানান।

সভায় আরও জানান হয় , আগামী ২৬ জুন মুক্তিযুদ্ধে ৩০ লক্ষ শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে খুলনা জেলার শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ৬০ হাজার গাছের চারা রোপণ করা হবে। বিভিন্ন দপ্তরের প্রধানরা সভায় নিজ দপ্তরের উন্নয়ন কর্মকান্ড তুলে ধরেন। সভায় জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা, সিভিল সার্জন, উপজেলা পরিষদ চেয়ারম্যান, উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ কমিটির অন্যান্য সদস্যগণ অংশগ্রহণ করেন