ফকিরহাট শেখ হেলাল উদ্দীন কলেজে মাতৃভাষা দিবস উপলক্ষ্যে ব্যপক প্রস্তুতি

0
392

এম জাকির হোসেন, ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি, খুলনাটাইমস:
বাগেরহাটের ফকিরহাট উপজেলার শুভদিয়া অবস্থিত শেখ হেলাল উদ্দীন ডিগ্রী কলেজে ২৫ লক্ষাধিক টাকা ব্যয়ে নির্মিত শহীদ মিনারে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসটি যথাযোগ্য মর্যাদায় ও ব্যপক ভাবে উদযাপনের লক্ষ্য ইতোমধ্যে বিভিন্ন প্রস্তুতি গ্রহন করেছে কলেজ কর্তৃপক্ষ।
এ উপলক্ষ্যে বুধবার সকাল ১০টায় কলেজ মিলনায়তনে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজ পরিচালনা পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি ও বেতাগা ইউপি চেয়ারম্যান স্বপন দাশ। অধ্যক্ষ বটু গোপাল দাশের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন শুভদিয়া ইউপি চেয়ারম্যান আলহাজ্ব শহিদুল ইসলাম, গৌরম্ভা ইউপি চেয়ারম্যান আলহাজ্ব গিয়াস উদ্দীন গাজী, স,ম, আব্দুর রব, মোঃ ফারুকুল ইসলাম, হোসাইন ছায়েদীন, উতপল কুমার দাস, সালমা খাতুন,  দীপংকর রায় প্রমূখ।
এসময় বিভিন্ন শিক্ষক, কলেজ পরিচালনা পরিষদের সদস্য, অভিভাবক সহ সূধীজন উপস্থিত ছিলেন। উল্ল্যেখ. ২৫ লক্ষাধিক টাকা ব্যয়ে নির্মিত শহীদ মিনার যেখানে রয়েছে ভাষা আন্দোলন থেকে মুক্তিযুদ্ধ পর্যন্ত ইতিহাস সম্বলিত টেরাকোটার কাজ। সংশ্লিষ্ট সূত্র জানায়, ২১ ফেব্রæয়ারি মাতৃভাষা দিবস অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাগেরহাট-৩ আসনের সংসদ সদস্য আলহাজ¦ তালুকদার আব্দুল খালেক। #