নিষেধাজ্ঞার প্রথম দিনে শরণখোলায় নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ

0
188

শরণখোলা প্রতিনিধি:
১৪ অক্টোবর থেকে ২২ দিনের ইলিশ ধরায় নিষেধাজ্ঞার প্রথম দিনে বুধবার ভোর রাতে শরণখোলার বলেশ্বর নদীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বিপুল পরিমাণ নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ। আটক জাল পুড়িয়ে ফেলা হয়েছে। কেউ আটক হয়নি।
শরণখোলা উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা বিনয় কুমার রায় জানান, ইলিশ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ২২ দিনের নিষেধাজ্ঞার সময় কেউ যাতে নদীতে জাল ফেলতে না পারে তা নিশ্চিতে শরণখোলা উপজেলা নির্বাহী অফিসার সরদার মোস্তফা শাহিনের নেতেৃত্বে বুধবার মধ্য রাত থেকে ভোর রাত পর্যন্ত বলেশ্বর নদীতে মোবাইল কোর্ট পরিচালিত হয়। এ সময় সন্যাসীর মোহনায় নদী থেকে বিপুল পরিমাণ কারেন্ট জাল আটক করা হয়। মোবাইল কোর্টের অভিযান টের পেয়ে জেলেরা জাল ফেলে পালিয়ে যায়। আটক জালের বাজার মূল্য আড়াই লাখ টাকা যা পরে শরণখোলার রায়েন্দা স্লুইসগেট এলাকায় পুড়িয়ে দেয়া হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার সরদার মোস্তফা শাহিন জানান, ইলিশ রক্ষায় নদীতে মোবাইল কোর্টের অভিযান অব্যাহত রাখা হবে।