ক্লাইমেন্ট এ্যাকশন ফোরাম গঠণ আহবায়ক মোড়ল নূর মোহাম্মদ সদস্য সচিব ইবারত

0
158

খবর বিজ্ঞপ্তি:
মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন ও জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় মুক্তিযোদ্ধাদের সক্রিয় অংশগ্রহনের মাধ্যমে বাংলাদেশকে উন্নত দেশে পরিণত করতে বঙ্গবন্ধুর সোনার বাংলা বিনির্মাণে সরাসরি ভূমিকা রাখার অঙ্গিকার ব্যক্ত করে গঠিত হল বাংলাদেশ ফিড্রম ফাইটার্স ক্লাইমেন্ট এ্যাকশন ফোরাম। ফোরামের উদ্যেশ্য তৃণমূল পর্যায়ে মুক্তিযোদ্ধাদের সংগঠিত করা। স্কুল পর্যায়ে স্থানীয় মুক্তিযোদ্ধাদের সরাসরি উপস্থাপনায় মুক্তিযুদ্ধের ইতিহাস তুলে ধরা। মুক্তিযুদ্ধের চেতনা বিষয়ে তরুণ প্রজন্মেদের উদ্বুদ্ধ করা। সরকারী এবং বেসরকারী উদ্যোগে পরিচালিত সকল উন্নয়ন প্রকল্পের সঠিক বাস্তবায়নের ওয়াচ ডগের ভূমিকা পালন করা এবং তার বাস্তব চিত্র যথাযথ কর্তৃপক্ষ, সরকার ও মিডিয়ার কাছে তুলে ধরা। এভাবে বললেন ক্লাইমেন্ট এ্যাকশন ফোরামের নবগঠিত কমিটি। শনিবার সোনাডাঙ্গায় রাজটিক কার্যালয়ের সেমিনার কক্ষে জলবায়ু পরিবর্তনের ক্ষতি মোবাকেলায় করণীয় বিষয়ে জনগণকে সচেতনা করার লক্ষে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন আহবায়ক মুক্তিযোদ্ধা মোড়ল নূর মোহাম্মদ। এসময় উপস্থিত ছিলেন একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির জেলা কমিটির সাধারন সম্পাদক সাংবাদিক মহেন্দ্রনাথ সেন। সভায় বক্তারা বলেন, উন্নত বাংলাদেশ গড়তে সরকার ও উন্নয়ন সহযোগীদের আর্থিক সহযোগীতায় সকল প্রকল্প প্রণয়নে সরাসরি ভূমিকা রাখবে। সভায় মুক্তিযোদ্ধা মোড়ল নূর মোহাম্মদকে আহবায়ক, মুক্তিযোদ্ধা আমিনুল ইসলাম, মুক্তিযোদ্ধা শেখ আনোয়ারুল হক যুগ্ম -আহবায়ক ও মুক্তিযোদ্ধা মোঃ ইবারত আলী হাওলাদারকে সদস্য সচিব করে নির্বাহী সদস্য হিসাবে মুক্তিযোদ্ধা মহিউদ্দিন মোড়ল, মুক্তিযোদ্ধা এস এম কবিরুল ইসলাম, মুক্তিযোদ্ধা মোঃ লিয়াকত আলী, মুক্তিযোদ্ধা তারাপদ বিশ্বাস, মুক্তিযোদ্ধা শেখ জাফর আহমেদ, মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল ওয়াদুদ খান, মুক্তিযোদ্ধা মোঃ আলী আকবর এর নাম প্রস্তাব করে ১১ সদস্য বিশিষ্ট কমিটি গঠণ করা হয়। সভায় বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়।