শরণখোলায় জমি বিরোধ নিয়ে প্রতিপক্ষের মারপিটে অন্তঃস্বত্তা নারী সহ আহত-২

0
198

শরণখোলা প্রতিনিধি:
শরণখোলায় ধানসাগর গ্রামে মঙ্গলবার সকালে জমি থেকে বীজ উত্তোলন নিয়ে বিরোধে প্রতিপক্ষের মারপিটে অন্তঃস্বত্তা নারী সহ দুজন আহত হয়েছে। গুরুতর আহত নারীকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
ভুক্তভোগীদের অভিযোগে জানা যায়, ধানসাগর গ্রামের শাহআলমের সাথে একই গ্রামের ইয়াসিন তালুকদারের জমিজমা নিয়ে দীর্ঘদিন বিরোধ চলে আসছে। মঙ্গলবার সকালে শাহআলম তার নিজ জমি থেকে ধানের চারা বীজ উত্তোলনের সময় ইয়াসিন তালুকদার, নয়ন হাং, ইউসুফ তালুকদার, রুহুল আমীন তালুকদার সহ তাদের আরো সঙ্গীয় লোকজন বীজ উত্তোলনে বাধা দিয়ে শাহআলমকে মারধর শুরু করে এ সময় তার ডাক চিৎকারে জমির অদুরে বাড়ীতে থাকা শাহআলমের স্ত্রী হনুফা বেগম (৫০) ও সাত মাসের অন্তঃস্বত্তা কন্যা খালেদা (২৪) এগিয়ে আসলে প্রতিপক্ষরা তাদের ওপর চড়াও হয়ে মারপিট করে ফেলে রেখে যায়। পরে প্রতিবেশী লোকজন আহত খালেদা ও তার মা হনুফা বেগমকে উদ্ধার করে দ্রæত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে আসে। সেখানে অন্তঃস্বত্তা খালেদার অবস্থা গুরুতর হওয়ায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
এ রিপোর্ট লেখা পর্যন্ত শরণখোলা থানায় কোন মামলা হয়নি