কিমের নতুন ছবি প্রকাশ করল উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা

0
160

খুলনাটাইমস বিদেশ : উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উনের শারীরিক অবস্থা সংকটাপন্ন। বর্তমানে তিনি কোমায় রয়েছেন এবং দেশের ক্ষমতা গ্রহণ করতে যাচ্ছেন তার ছোট বোন কিম ইয়ো জং। দক্ষিণ কোরিয়ার এক ক‚টনীতিকের এমন দাবির পর খবরটি দ্রæত ছড়াতে থাকে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোতে। এরই জেরে কিম জং উনের নতুন ছবি প্রকাশ করল সে দেশের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা। নতুন যে ছবি প্রকাশ করা হয়েছে সেখানে কিম জং উনকে সুস্থ বলেই মনে করা হচ্ছে। কোরিয়ার সেন্ট্রাল নিউজ এজেন্সি জানাচ্ছে, মঙ্গলবার ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরোর বৈঠক ছিল। সেখানেই জনসম্মুখে হাজির হন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন। দেশকে কোভিড-১৯ ও ভয়ানক টাইফুন নিয়ে সতর্ক করতেই তিনি এদিন পলিটব্যুরোর বৈঠক ডেকেছিলেন। নিজেদের সুরক্ষায় কী করণীয়, তা নিয়ে বিশদ আলোচনাও হয়। জানা যাচ্ছে, কোরিয়ার সরকারি সংবাদ সংস্থা ছাড়া আর কোনো সাংবাদিককে কিমের বৈঠকে থাকার অনুমতি দেওয়া হয়নি। তাই এ ছবির বিশ্বাসযোগ্যতা নিয়েও প্রশ্ন উঠছে। বৈঠকের মাঝে সিগারেট টানতেও দেখা যায় কিমকে। তিনি বলেন, ‘কোভিডের মতো প্রাণঘাতী এই ভাইরাসকে আমাদের দেশ থেকে দূরে রাখতে রাষ্ট্রীয় উদ্যোগে কিছু ঘাটতি থেকে গিয়েছে।’ গোটা বিশ্ব যখন মহামারি ঠেকাতে ব্যস্ত, তখন উত্তর কোরিয়া সরকারিভাবে করোনাভাইরাস নিয়ে কোনো খবর প্রকাশ করেনি। তাই প্রাণঘাতী ভাইরাসে কত জন আক্রান্ত বা এ পর্যন্ত মারা গিয়েছেন, সে সম্পর্কে কিছুই জানা যায়নি। তবে অনেকেরই ধারণা, মহামারী জোরালো থাবাই বসিয়েছে কিমের দেশে।