আশাশুনিতে ইউএনও’র বিভিন্ন বাজার মনিটরিং

0
285

মইনুল ইসলাম, আশাশুনি প্রতিনিধি: আশাশুনি উপজেলা নির্বাহী অফিসার মীর আলিফ রেজা উপজেলার বিভিন্ন বাজার মনিটরিং করেছেন। সোমবার বিকালে করোনা ভাইরাস প্রতিরোধে সরকারি নির্দেশনা প্রতিপালন ও সামাজিক নিরাপদ দূরত্ব নিশ্চিত করণের লক্ষ্যে নিয়মিত মনিটরিং কার্যক্রমের অংশ হিসাবে, উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মীর আলিফ রেজা মনিটরিং কার্যক্রম ও মোবাইল কোর্ট পরিচালনা করেন। উপজেলার সদর বাজার, বুধহাটা ইউনিয়নের মহেশ্বরকাটি বাজার, বুধহাটা বাজার, কুল্যা ইউনিয়নের কুলতিয়া মোড়ে সামাজিক দুরত্ব নিশ্চিতকরণ ও বাজার মনিটরিং কার্যক্রম পরিচালনা এবং জনসচেতনতা করা হয়। এসময় বিকাল ৬ টার পর থেকে কেবলমাত্র ঔষধের দোকান ব্যতীত কোন দোকান পাট খোলা আছে কিনা, মানুষ বাড়ি থেকে অহেতুক বের হচ্ছে কিনা এবং সামাজিক নিরাপদ দূরত্ব বজায় রাখার বিষয়টি কঠোর ভাবে বাস্তবায়নে কাজ করেন। হাট-বাজার ও রাস্তাঘাটে না থেকে সকলকে দ্রুত বাড়িতে যাওয়া ও দোকান পাট বন্ধ রাখার জন্য নির্দেশ প্রদান করেন। এসময় সামাজিক দুরত্ব নামানায় দুইজনকে জরিমানা করা হয়।