৭ মাস পর ‘গাঙচিল’ র শুটিং শুরু

0
249

টাইমস বিনোদন:
নোয়াখালীর একটি চর এবং সেখানকার মানুষের জীবনের নানা গল্প নিয়ে গড়ে উঠেছে ‘গাঙচিল’ উপন্যাস। এ উপন্যাস অবলম্বনে পরিচালক নঈম ইমতিয়াজ নেয়ামূল নির্মাণ করছেন ‘গাঙচিল’ নামে চল”িচত্র। এতে জুটি বেঁধে অভিনয় করছেন ফেরদৌস ও পূর্ণিমা। সিনেমাটির শুটিং প্রায় শেষের পথে। গত ফেব্রুয়ারিতে জলো”ছ¡াসের একটি সিকোয়েন্সের শুটিং হয়। এই দ”শ্যের জন্য শিল্পীদের প্রচ- শীতের মধ্যে পানিতে নামতে হয়। এরপর প্রায় সবাই অসু¯’ হয়ে পড়েছিলেন। যার জন্য বাকি অংশের শুটিং করতে পারেননি। দীর্ঘ সাত মাস পর ফের সিনেমাটির শুটিং শুরু হতে যা”েছ। আগামী ১৭ অক্টোবর থেকে আবারো ‘গাঙচিল’ সিনেমার শেষ অংশের শুটিং শুরু হবে। তবে এবার শীতল পানিতে নয়, বাংলাদেশ চল”িচত্র উন্নয়ন করপোরশনে (বিএফডিসি) দ”শ্যধারণের কাজ হবে। চলবে ২২ অক্টোবর পর্যন্ত। নঈম ইমতিয়াজ নেয়ামূল বলেন, আমাদের পুরো শুটিংই নোয়াখালীতে হওয়ার কথা ছিল। কিš’ করোনার মধ্যে এখন সেখানে যাওয়া ঝুঁকিপূর্ণ। তাই এফডিসিতে সেট করে এবার শুটিং করব। টানা ৫ দিন শুট চলবে। এরপর কিছুদিন বিরতি দিয়ে গানের শুটিংয়ে হাত দেব। সিনেমাটিতে ফেরদৌস সাংবাদিক চরিত্রে অভিনয় করছেন। পূর্ণিমাকে দেখা যাবে এনজিওকর্মীর চরিত্রে। একটি বিশেষ চরিত্রে দেখা যাবে কলকাতার অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তকে। এতে আরো অভিনয় করছেন আফজাল হোসেন, তারিক আনাম খান, আনিসুর রহমান মিলন, আহসানুল হক মিলন প্রমুখ। সিনেমাটি প্রযোজনা করছে ই”েছমত ও নুজহাত ফিল্মস। চিত্রনাট্য লিখেছেন মারুফ রেহমান ও প্রিয় চট্টোপাধ্যায়।