৫০ বছরে সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায় ২.৬ ডিগ্রি

0
871

টাইমস ডেস্ক:
দেশের ইতিহাসে সর্বনিম্ন তাপমাত্রার রেকর্ড তেঁতুলিয়ায়। উত্তর-পশ্চিমাঞ্চলের ওপর দিয়ে বয়ে চলা তীব্র শৈত্যপ্রবাহের মধ্যে সর্ব উত্তরের এই উপজেলায় আজ তাপমাত্র ছিলো ২ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াসে। নীলফামারীর সৈয়দপুরে ২ দশমিক ৯ ও ডিমলায় ছিল ৩ ডিগ্রি। আবহাওয়া অফিস বলছে, আরো পাঁচ থেকে ছয় দিন থাকছে এই শৈত্য প্রবাহ। তবে তাপমাত্রা আর কমার শঙ্কা নেই।

তীব্র শীতে বিপন্ন পুরো দেশ। বইছে শৈত্যপ্রবাহ। আর এর কারণ, এশিয়া অঞ্চলে সাইবেরীয় উচ্চ চাপ বলয়ের প্রভাব ও তীব্র বায়ুপ্রবাহ। তবে এর পরোক্ষ প্রভাব পড়েছে বাংলাদেশে। শীতের এই তীব্রতা আরও ৫ থেকে ৬ দিন থাকবে বলে পূর্বাভাস দিচ্ছে আবহাওয়া অধিদপ্তর।

তীব্র শৈত্য প্রবাহের কবলে থাকলেও তাপমাত্রা আর কমার শঙ্কা নেই রংপুর, রাজশাহী ও শ্রীমঙ্গলে। সবশেষ ১৯৬৮ সালে শ্রীমঙ্গলে তাপমাত্রা নেমেছিল ২ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াসে। এবার ভেঙেছে সেই রেকর্ড।

দক্ষিণাঞ্চল এবং ঢাকা ও এর আশপাশের এলাকায় বইছে মৃদু শৈত্যপ্রবাহ। এর প্রভাবে গত ৩ দিনে আইসিডিডিআরবি হাসপাতালে ডায়রিয়াসহ ঠান্ডাজনিত রোগে দিনে গড়ে ভর্তি হচ্ছেন সাড়ে তিন থেকে চারশো রোগী। এদের বেশিরভাগই শিশু।