৩ কোটি মানুষকে খাবার দিয়েছে বিএনপি: টুকু

0
118

টাইমস ডেস্ক: গত বছর করোনার সময় বিএনপি তিন কোটি মানুষের কাছে খাবার পৌঁছে দিয়েছে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু। তিনি বলেন, আমরা গত বছর করোনার সময় তিন কোটি মানুষের কাছে খাবার পৌঁছে দিয়েছি। এবারও মানুষের পাশে আছি। গতকাল মঙ্গলবার গাজীপুরের কাপাসিয়া উপজেলা বিএনপির উদ্যোগে স্বাস্থ্যসুরক্ষা সামগ্রী বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, করোনা প্রকোপ বৃদ্ধি পাওয়ার আগেই আমরা বলেছিলাম বর্ডার সিলগালা করে দেন। সরকার তা করেনি। ফলে করোনা ঘরে ঘরে ছড়িয়ে পড়ছে। তাই আমরা তারেক রহমানের নির্দেশে এবং তার প্রদত্ত ওষুধ সব জেলায় পৌঁছে দিয়েছি। আমাদের নেতাকর্মীরা তা বিতরণ করছেন। তিনি আরও বলেন, করোনা সুরক্ষা সামগ্রী গাজীপুরের কাপাসিয়ায় উদ্বোধন করতে যাচ্ছি। আমরা এর আগে় বিএনপির সাংগঠনিক ৭০টি জেলায় এ সেবা পৌঁছে দিতে পেরেছি। প্রতিদিন করোনা রোগী বাড়ছে সেই সঙ্গে বাড়ছে অক্সিজেন চাহিদা, বিভিন্ন রকম ওষুধের চাহিদা। গাজীপুরের নেতাকর্মীদের উদ্দেশে বিএনপির এই নেতা বলেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য মরহুম আ স ম হান্নান শাহ যেভাবে মানুষের পাশে দাঁড়িয়েছেন আপনারা তার যোগ্য কর্মী হিসেবে মানুষের পাশে আছেন। এজন্য আপনাদের ধন্যবাদ জানাই। সরকারের অযোগ্যতা ও অপরিপক্ব তার কারণে করোনা সারাদেশে ছড়িয়ে পড়েছে। সারাদেশে এক ভয়ঙ্কর পরিস্থিতি বিরাজ করছে। মানুষ করোনার সঙ্গে যুদ্ধ করে চলছে। আমাদের লড়াই করতে হবে। যতদিন করোনা থাকবে ততদিন আপনারা মানুষের পাশে থাকবেন। কাপাসিয়া উপজেলা বিএনপির সভাপতি খলিলুর রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শাখাওয়াত হোসেন সেলিম ও গাজীপুর জেলা বিএনপির সদস্য রাশেদুল হকের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন- বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক আবদুস সামাদ আজাদ, শহিদুল ইসলাম বাবুল, গাজীপুর জেলা বিএনপির যুগ্ম আহŸায়ক মজিবুর রহমান, বিএনপির নির্বাহী কমিটির সদস্য ডা. মাজহারুল ইসলাম, শাহ রিয়াজুল হান্নান।