২ ইরানি কূটনীতিককে আলবেনিয়া ছাড়ার নির্দেশ

0
245

খুলনাটাইমস বিদেশ : দক্ষিণ-পূর্ব ইউরোপের দেশ আলবেনিয়া দুই ইরানি কূটনীতিককে বহিষ্কার করেছে। আলবেনিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ওই দুই কর্মকর্তা তাদের কূটনৈতিক অবস্থানের সঙ্গে মানানসই নয় এমন কর্মকাণ্ডে জড়িত ছিলেন। তবে তাদের অপরাধ সম্পর্কে পরিষ্কারভাবে কিছু জানানো হয়নি। আলবেনিয়ার ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী জেন্ট কাকাজ জানিয়েছেন, বহিষ্কার হওয়া দুই কূটনীতিক হলেন মোহাম্মদ আলি এবং সায়েদ আহমেদ হোসেইনি। ওই দু’জনকে অতিদ্রুত আলবেনিয়া ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। এর আগে ২০১৮ সালের ডিসেম্বরেও ‘বেআইনি কাজে’ জড়িত থাকার অভিযোগ তুলে দুই ইরানি কূটনীতিককে বহিষ্কার করেছিল আলবেনিয়া। সে সময় দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছিল, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সমন্বয়ের ভিত্তিতে দুই ইরানি কূটনীতিককে বহিষ্কার করা হয়েছে। ইরান অভিযোগ করেছিল যে, ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের চাপেই এমনটা করেছে আলবেনিয়া।