হলিউডের প্রতীক্ষিত ছবি ‘ঢাকা’র মুক্তি কবে?

0
338

খুলনাটাইমস বিনোদন: মুক্তির অপেক্ষায় থাকা হলিউডের যে ছবিটি নিয়ে বাংলাদেশি দর্শকের আগ্রহ দিন দিন বেড়েই চলছে, তা হলো ‘ঢাকা’! চলতি বছরের শেষ দিকে ছবিটির মুক্তির কথা শোনা গেলেও এবার জানা গেল নতুন খবর। চলতি বছরে নয়, ক্রিস হেমসওয়ার্থ অভিনীত ‘ঢাকা’ মুক্তি পাচ্ছে ২০২০ সালে। তবে কোন মাসে রিলিজ হবে, এমন ঘোষণা দেয়নি নেটফ্লিক্স। ‘ঢাকা’ ছবির গুরুত্বপূর্ণ একটি চরিত্রে ভারতের ক্ষুদে অভিনেতা রুদ্রাক্ষ জিসওয়াল অভিনয় করেছেন। সম্প্রতি তার জন্মদিন উপলক্ষে ক্রিস হেমসওয়ার্থ ভিডিও বার্তায় শুভেচ্ছা জানিয়েছেন। ভারতের বেশকিছু সংবাদ মাধ্যমে সেই খবর প্রকাশের পাশাপাশি জানানো হয়েছে ‘ঢাকা’ ২০২০ এ মুক্তি পাবে নেটফ্লিক্সে। ‘ঢাকা’ সিনেমার শুটিং এর বেশ কয়েকটি ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ার পর জানা যায় ভারতের আহমেদাবাদ এবং থাইল্যান্ডের ব্যাংকক শহরে ছবিটির দৃশ্যধারণ করা হয়েছে। শুটিং এর জন্য ঢাকার আদলে বানানো হয় ছোট্ট একটি শহরও। তবে নিরাশ হতে হয়নি বাংলাদেশি ভক্তদেরও। ‘ঢাকা’ ছবির বেশ কিছু দৃশ্য বাংলাদেশেও ধারণ করা হয়েছে। ফেব্রুয়ারির ১৭ তারিখ থেকে ২২ তারিখ পর্যন্ত পাঁচ দিন পুরোনো ঢাকায় এবং সংসদ ভবন এলাকায় হয়েছে ‘ঢাকা’ ছবিটির দৃশ্যধারণ। গত বছরের আগস্টে ‘ঢাকা’ শিরোনামের ছবিটি নির্মাণের ঘোষণা দিয়েছিল নেটফ্লিক্স। হলিউডের সবচেয়ে দাপুটে ভাতৃদ্বয় জো রুশো ও অ্যান্থনি রুশোর প্রযোজনায় ছবিটি নির্মাণ করছেন স্যাম হারগ্রেভ। হলিউড ছবি ‘ঢাকা’য় কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন ‘থর’ খ্যাত তারকা অভিনেতা ক্রিস হেমসওয়ার্থ বাংলাদেশের রাজধানী ঢাকাকে ঘিরেই সাজানো হয়েছে ছবির কাহিনী। এই অ্যাকশন সিনেমায় অপহৃত একটি শিশুকে ঢাকা থেকে উদ্ধার করবেন হেমসওয়ার্থ। এই ছবিতে ক্রিস হেমসওয়ার্থ ছাড়াও অভিনয় করেছেন হলিউডর ডেভিড হারবার, ডেরেক লুকের মতো তারকা। এ ছাড়া বলিউড থেকেও দেখা যাবে পঙ্কজ ত্রিপাঠি ও রনদীপ হুদার মতো অভিনেতাদের।