হরিণটির পেটে ছিল সাত কেজি আবর্জনা

0
347

খুলনাটাইমস বিদেশ : উত্তর থাইল্যা-ের ন্যাশনাল পার্ক থেকে উদ্ধারকৃত মৃত এক হরিণের পেটে ৭ কেজি আবর্জনা পাওয়া গেছে। কর্তৃপক্ষ জানিয়েছে, মৃত ওই হরিণের পেটে পুরুষদের আন্ডারওয়্যার, প্লাস্টিকের ব্যাগ, কফির থালা এবং প্লাস্টিকের দড়ির কিছু অংশ ছিল। শুধু তাই নয়, হরিণটির পেটে রাবার গ্লোভস, নুডলস, ছোট তোয়ালেও পাওয়া যায়। খুন সাথান ন্যাশনাল পার্কের কর্তৃপক্ষ জানিয়েছে, মৃত হরিণটি দীর্ঘদিন ধরেই প্লাস্টিক খাচ্ছিল। এ কারণেই তার মৃত্যু হয়েছে। খবর বিবিসির গত বছরও থাইল্যান্ডে প্লাস্টিক খেয়ে ডুগং প্রজাতির একটি সামুদ্রিক প্রাণী মারা গেছিল। ওই সময় প্লাস্টিক খাওয়া শাবক ডুগংয়ের ছবি ভাইরাল হওয়ায় তা থাইল্যা-বাসীর মন কেড়েছিল। কিন্তু উদ্ধারের কয়েক মাস পরেই শাবকটি মারা যায়। পরে মেডিকেল প্রতিবেদনে জানা যায়, অতিরিক্ত প্লাস্টিক খাওয়ার কারণেই ওই প্রাণীটির মৃত্যু হয়েছে। থাইল্যা-ের ন্যাশনাল পার্কের এক কর্মকর্তা জানান, কয়েকদিন আগে পার্কের ভিতরে তারা দশ বছর বয়সী ওই পুরুষ হরিণটিকে পড়ে থাকতে দেখেন। পরে তার পাকস্থলী থেকে ওইসব আবর্জনা বের করা হয়। হরিণটি মারা যাওয়ার কারণে থাইল্যা-ের সামাজিক মাধ্যমে অনেকেই পার্কে অনুপ্রবেশকারীদের সমালোচনা করছেন। একজন ফেসবুক ব্যবহারকারী লিখেছেন, যখন পার্কে ঢুকবেন, তখন দয়া করে আপনার ফেলে যাওয়া ময়লা-আবর্জনা সঙ্গে নিয়ে বের হন। কিছু দায়িত্ব নিজে নিন। আরেকজন লিখেছেন, নিজের ফেলে দেওয়া আবর্জনা নিজের ওঠানোর শিক্ষা ছেলেবেলা থেকেই একজনকে দেওয়া উচিত। কারণ বড় হলে তাদের অভ্যাস পাল্টানো কঠিন হয়ে পড়ে। পার্ক কর্তৃপক্ষ জানিয়েছে, ন্যাশনাল পার্ক এলাকায় প্লাস্টিক এবং অন্যান্য আবর্জনা সংগ্রহের লক্ষ্যে স্থানীয়দের যাতে একত্র করা যায় সে লক্ষ্যে তারা তিনটি পর্যায়ে পরিকল্পনা করছেন। উল্লেখ্য, অন্যান্য দেশের তুলনায় থাইল্যা-ে প্লাস্টিকের ব্যাগ অনেক বেশি ব্যবহৃত হয়। পরিবেশ গ্রুপ গ্রিনপিস জানিয়েছে, থাইল্যা-ে প্রতিবছর ৭৫ বিলিয়ন প্লাস্টিকের ব্যাগ ফেলা হয়।