হংকং বিক্ষোভে উইঘুর মুসলিমদের সমর্থন

0
272

খুলনাটাইমস বিদেশ : চীনের জিনজিয়াং প্রদেশের উইঘুর মুসলিমদের সমর্থনে সমাবেশ করেছে হংকং বিক্ষোভকারীরা। তবে হংকংয়ের দাঙ্গা পুলিশ বিক্ষোভকারীদের এই সমাবেশ ছত্রভঙ্গ করে দিয়েছে। জিনজিয়াংয়ের নির্যাতিত সংখ্যালঘু মুসলিমদের প্রতি সমর্থন জানিয়ে রোববার হংকংয়ে এই সমাবেশের আয়োজন করেছিল বিক্ষোভকারীরা। কাতারভিত্তিক সংবাদমাধ্যম বলছে, চীনের উইঘুরদের সমর্থনে আয়োজিত হংকং বিক্ষোভকারীদের এক সমাবেশে ছত্রভঙ্গ করে দিয়েছে দাঙ্গা পুলিশ। বিক্ষোভকারীরা সমাবেশের পাশের সরকারি একটি ভবন থেকে চীনের পতাকা নামিয়ে আগুন ধরিয়ে দেয়ার চেষ্টা করলে পুলিশের সঙ্গে সংঘর্ষ হয়। শান্তিপূর্ণভাবে এই সমাবেশ শুরু হলেও পরবর্তীতে তা সহিংস হয়ে উঠে। পরে পুলিশ পেপার স্প্রে ব্যবহার করে বিক্ষোভকারীদের হটিয়ে দেয়। পুলিশের পেপার স্প্রের জবাবে বিক্ষোভকারীরা পানির বোতল নিক্ষেপ করে। এ সময় পুলিশের এক কর্মকর্তাকে বিক্ষোভকারীদের লক্ষ্য করে পিস্তল তাক করতে দেখা যায়। তবে তিনি গুলি নিক্ষেপ করেননি। বিক্ষোভ থেকে অন্তত দু’জনকে গ্রেফতার করা হয়। হংকংয়ের এই বিক্ষোভে কয়েকশ’ মানুষ অংশ নেয়। অনেকের হাতে চীনের উত্তর-পশ্চিমাঞ্চলের জিনজিয়াং প্রদেশের স্বাধীনতাকামীদের নীল এবং সাদা রঙয়ের পতাকা দেখা যায়। প্রায় ১০ লাখ সংখ্যালঘু উইঘুর মুসলিমকে জিনজিয়াংয়ে প্রদেশে ব্যাপক বিধি-নিষেধের মধ্যে আটকে রাখার অভিযোগ রয়েছে চীনের বিরুদ্ধে। হাজার হাজার উইঘুর মুসলিমকে বন্দিশিবিরে আটকে রাখায় আন্তর্জাতিক বিশ্বের সমালোচনা ও নিন্দার মুখে পড়েছে চীন। তবে চীনের ক্ষমতাসীন কমিউনিস্ট সরকার বলছে, জাতিগত সংখ্যালঘু মুসলিমদের কারিগরি প্রশিক্ষণ দিতে সেখানে রাখা হয়েছে। হংকংয়ে গত কয়েকমাসের বিক্ষোভে প্রায়ই উইঘুরদের সমর্থনে স্লোগান কিংবা পতাকা দেখা গেছে। কিন্তু এবারই প্রথম সংখ্যালঘু এই মুসলিমদের প্রতি পুরো সমর্থন জানিয়ে সমাবেশের আয়োজন করা হয়েছে।