স্বল্প আয়ের মানুষের জন্য মিষ্টির উদ্যোগ

0
327

খুলনাটাইমস বিনোদন: মহামারি করোনার কারণে বিপাকে পড়েছেন স্বল্প ও মধ্য আয়ের মানুষ। সরকারি ও বেসরকারিভাবে তাদের মাঝে ত্রাণ দেওয়া হচ্ছে। তবে অনেকেই লোক লজ্জার ভয়ে ত্রাণ নিতে অনীহা প্রকাশ করছেন। তাদের জন্য চিত্রনায়িকা মিষ্টি জান্নাত হট লাইন চালু করেছেন। মিষ্টি জান্নাত বলেন, ‘‘বর্তমান সংকটময় পরিস্থিতিতে যে সকল মানুষ খাদ্যাভাবে, ঘরে চুলা জ¦ালাতে পারছেন না তাদের জন্য এই নতুন উদ্যোগ নিয়েছি। যাদের খাবার প্রয়োজন তারা ০১৪০০৪৯৯৪৪২ এই নাম্বারে যোগাযোগ করবেন। আমার গঠিত ‘জান্নাত সমাজ কল্যাণ সংস্থা’-এর মাধ্যমে তাদের বাসায় খাবার পৌঁছে দেওয়া হবে।’’ তিনি আরো বলেন, ‘আমি নিয়মিত এই সহায়তা করে যাব। এই দুঃসময়ে অসহায় মানুষের পাশে বিত্তবানদের দাঁড়ানো উচিত বলে মনে করছি।’ এর আগে স্বল্প আয়ের কলাকুশলীদের জন্য বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির কাছে চাল, ডাল হস্তান্তর করেন জান্নাত। এ ছাড়া রাজধানীর শাহবাগে সাধারণ মানুষের মাঝে মাস্ক, গ্লাভস, সাবানসহ বিভিন্ন উপকরণ বিতরণ করেন এই অভিনেত্রী। রাজধানীর হাজারীবাগে শিকদার মেডিকেল কলেজ থেকে গত বছর দন্ত চিকিৎসকের ডিগ্রি লাভ করেন মিষ্টি জান্নাত। তার অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘তুই আমার রানী’। এটি গত বছর মুক্তি পায়।