স্থানীয় মসজিদে দ্বিতীয় জামাত প্রসঙ্গে

0
312

খুলনাটাইমস ধর্মপাতা: জামাতে নামায শেষ হয়ে গেল ঐ মুহূতে কি সানি জামাত পড়া যাবে?। ইমাম সাহেবকে জিজ্ঞেস করলে তিনি বলেন, মসজিদে ইমাম ও মুয়াজিন স্থায়িভাবে থাকবে সেখানে সানি জামাত পড়া যাবে না। আমি দলিলসহ জানতে চাই।
যদি ওই মসজিদটি আপনার স্থানীয় মসজিদ হয়, তা হলে হঠাৎ এমন হয়ে গেলে আপনার জন্য দ্বিতীয় জামাত মসজিদের বারান্দায় বা প্রথম জামাত যেখানে হয়েছিল সেখান থেকে একটু সরে গিয়ে পিছনে এসে পড়া যাবে। তবে এটাকে অভ্যাসে পরিণত করা যাবে না। অর্থাৎ নিয়মিত এভাবে দ্বিতীয় জামাত করা মাকরূহ হবে।
হঠাৎ একদিন দু’দিন হলে সমস্যা নেই।
আর যদি মসজিদটি স্থানীয় মসজিদ না হয়, বরং সফরের রাস্তায় হয়, তা হলে যেকোনো অবস্থায় দ্বিতীয় জামাতে কোনো সমস্যা নেই। সূত্র: রদ্দুল মুহতার-২/২৮৮।