স্ত্রীকে অপহরণের অভিযোগে মামলা

0
254

আশাশুনি প্রতিনিধি : আশাশুনি উপজেলার পল্লীতে এক যুবকের বিরুদ্ধে স্ত্রীকে অপহরণের মামলা দায়ের করেছেন সাবেক স্বামী। এব্যাপারে স্ত্রীকে ফিরে পেতে স্বামী কর্তৃক বিজ্ঞ আদালতে একটি মামলা দায়ের করা হয়েছে বলে জানা গেছে। মামলা নং পিং- ১০৩/১৯।
মামলা সূত্রে জানা গেছে, পাইকগাছা উপজেলার গোড়ইখালী গ্রামের হারুণ মোল্যার মেয়ে আয়েশা আক্তারের সাথে ইসলামী শরীয়াত মোতাবেক গত ইং ৭ মে’১৮ সালে একই উপজেলার বাসাখালী গ্রামের মজিবর রহমানের ছেলে আছাদুল মোল্যার বিয়ে হয়। বিয়ের পর নববধু আয়েশা আক্তারের চাচা খান জাহান আলী মোল্যা ও পিতা হারুণ মোল্যা জোর পূর্বক স্বামী আছাদুলকে না জানিয়ে পূর্ণরায় আশাশুনি উপজেলার কাদাকাটি আরার গ্রামের ডাঃ গাউসুল হকের ছেলে আজমল হক লিটু’র সাথে বিয়ে দিয়ে দিয়েছেন বলে জানান পুরাতন স্বামী আছাদুল ইসলাম। নিজের স্ত্রীর কোন সন্ধান না পাওয়ায় বিজ্ঞ আদালতে তিনি এ মামলা দায়ের করেছেন। মামলা পরবর্তী ১৭ডিসেম্বর’১৯তারিখে সাতক্ষীরা পুলিশ সুপার বরাবর আদেশ হয় যে, উক্ত আজমল হক ও আয়েশা আক্তারের অনুসন্ধান পূর্বক বিজ্ঞ আদালতে হাজির করতে হবে। এমতাবস্থায় নিজের স্ত্রীকে ফেরত পেতে প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করেছেন অসহায় স্বামী আছাদুল ইসলাম।