সোমালিয়ায় আত্মঘাতী হামলায় সাংবাদিকসহ সাতজন নিহত

0
475
চরমপন্থী গোষ্ঠী আল-শাবাব। ছবি: বিবিসি

সোমালিয়ার দক্ষিণাঞ্চলের একটি হোটেলে বোমা হামলায় অন্তত সাতজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে কানাডিয়ান-সোমালি টেলিভিশন সাংবাদিক হোদান নালায়েহ রয়েছেন।

নিহত সাংবাদিক হোদান নালায়েহ। ছবি: টুইটার

দেশটির কর্তৃপক্ষ ও হামলা থেকে বেঁচে ফেরা মানুষজন বলছেন, কিসমায় বন্দরের আসায়ে হোটেলে একজন আত্মঘাতী বোমা হামলাকারী গাড়ি নিয়ে প্রবেশ করে বিস্ফোরণ ঘটায়। তারপর বন্দুকধারীরা ভবনে এলোপাতাড়ি গুলি করতে শুরু করে।

বিবিসির প্রতিবেদনে বলা হয়, হামলায় সাংবাদিক নালায়েহ ও তার স্বামী নিহত হয়েছেন।

হামলার দায় স্বীকার করেছে ইসলামী চরমপন্থী গোষ্ঠী আল-শাবাব। হামলার সময় হোটেলটিতে আসন্ন আঞ্চলিক নির্বাচন নিয়ে ওই অঞ্চলের নেতা এবং গোষ্ঠীগুলোর আলোচনা হচ্ছিল। মূলত সেই আলোচনাকে লক্ষ্য করেই হামলা চালায় আল-শাবাব।

নিরাপত্তা কর্মকর্তা আব্দী ধুহুল সংবাদ সংস্থা এএফপিকে জানান, নিহতদের মধ্যে সাবেক স্থানীয় প্রশাসন মন্ত্রী ও আইন প্রণেতারা রয়েছেন।