সেবামূলক কাজে সকলের সহযোগিতা কামনা কেসিসি মেয়র’র

0
637

সংবাদ বিজ্ঞপ্তি:

খুলনা সিটি কর্পোরেশনের মেয়র মোহাম্মদ মনিরুজ্জামান আজ শনিবার সকালে নগরীর খালিশপুরে নবনির্মিত লাল হাসপাতাল-এর সেবা কার্যক্রম ও হাসপাতাল উদ্বোধন সংক্রান্ত বিষয়ে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিসহ হাসপাতালে কর্মরত চিকিৎসকদের সাথে মতবিনিময় করেন।

মতবিনিময় সভায় তিনি বলেন, স্বল্প খরচে উন্নত স্বাস্থ্য সেবা সাধারণ মানুষে কাছে পৌছে দিতে সিটি কর্পোরেশন সামর্থ অনুযায়ী চেষ্টা চালিয়ে যাচ্ছে। তিনি সিটি কর্পোরেশনের সেবামূলক কাজে সকলের সহযোগিতা কামনা করেন এবং লাল হাসপাতালে আর্ত-মানবতার সেবায় নিয়োজিত চিকিৎসকদের আন্তরিকতার সাথে দায়িত্ব পালনের আহবান জানান।

কেসিসি’র কাউন্সিলর মোঃ ফারুক হিল্টন-এর সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় কাউন্সিলর শেখ জাহিদুল ইসলাম, মোঃ মনিরুজ্জামান, মোঃ সাহিদুর রহমান, প্রধান প্রকৌশলী (ভারপ্রাপ্ত) মোঃ নাজমুল ইসলাম, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এ কে এম আব্দুল্লাহ, নির্বাহী প্রকৌশলী লিয়াকত আলী খান, স্বাস্থ্য কর্মকর্তা ডা. স্বপন কুমার হালদার, আর্কিটেক্ট রেজবিনা খানম, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের মধ্যে আহসান উল্লাহ বুলবুল, বীর মুক্তিযোদ্ধা নূর ইসলাম খান, মাহবুব আলম বাদশা, মিজানুর রহমান খোকন, মুন্সী ফজলার রহমান, লিটন খান, শরীফ মিজানুর রহমান, হাসান হাফিজুর রহমান, রাফেল ফেরদৌস রানা, আলহাজ্ব মোতাহার হোসেন, আলহাজ্ব বদিউজ্জামান, মোহাম্মদ আব্দুল হালিম, মোঃ আবু তাহের, মোঃ আকরামুজ্জামান প্রমুখ উপস্থিত ছিলেন।