সুন্দরবন থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে কোস্টগার্ড

0
329

নিজস্ব প্রতিবেদক:
সুন্দরবনে অভিযান চালিয়ে একটি আগ্নেয়াস্ত্র (একনলা বন্দুক) উদ্ধার করেছে মোংলা পশ্চিম জোনের কোস্টগার্ড সদস্যরা। শুক্রবার মধ্যরাতে দুপুরে বিসিজি স্টেশন নলিয়ান কর্তৃক দাকোপ উপজেলার সুতারখালী খালসংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে এ অস্ত্র উদ্ধার করা হয়।
কোস্টগার্ড পশ্চিম জোনের গোয়েন্দা কর্মকর্তা লেফটেন্যান্ট আবদুল্লাহ আল মাহমুদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার মধ্যরাতে দাকোপ থানাধীন সুতারখালী খালসংলগ্ন এলাকায় অভিযান চালানো হয়। এসময় ওই এলাকা থেকে একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়। উদ্ধারকৃত অস্ত্র দাকোপ থানায় হস্তান্তর করা হয়েছে।
বাংলাদেশ কোস্ট গার্ড পশ্চিম জোনের এখতিয়ারভূক্ত এলাকাসমূহে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ ও জননিরাপত্তার পাশাপাশি সুন্দরবনে জলদস্যুতা, বনদস্যুতা ও ডাকাতি দমনে কোস্ট গার্ডের অভিযান অব্যাহত থাকবে বলে জানান কোষ্টগার্ড গোয়েন্দা কর্মকর্তা আবদুল্লাহ আল মাহমুদ।