সুন্দরবনের শরণখোলায় বলেশ্বর নদীতে পড়ে বনরক্ষী নিখোঁজ

0
486

শরণখোলা আঞ্চলিক অফিস : সুন্দরবনের শরণখোলা রেঞ্জের বগী ফরেষ্ট ষ্টেশনের একজন বনরক্ষী বলেশ্বর নদীতে পড়ে নিখোঁজ হয়েছেন। মঙ্গলবার (২০ নভেম্বর) রাত ১০ টার দিকে বলেশ্বর নদীতে টহলকালে এ দূর্ঘটনা ঘটে। নিখোঁজ বনরক্ষীর নাম সোহেল রানা তালুকদার (৪০)।
শরণখোলা রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) জয়নাল আবেদীন মুঠোফোনে জানান, মঙ্গলবার রাতে বগী ষ্টেশনের বনরক্ষীরা ট্রলার নিয়ে বলেশ্বর নদীতে রাত্রিকালীন টহলে যায়। রাত দশটার দিকে বঙ্গোপসাগর থেকে উঠে আসা একটি ট্রলারকে থামানোর নির্দেশ দেয়। এ সময় ফরেষ্টগার্ড নং ৫৭ সোহেল রানা ট্রলারের উপরে ছাদে উঠলে পা ফসকে নদীতে পড়ে ডুবে যায়। পরে বহু খোঁজাখুজি করেও তার সন্ধান পাওয়া যায়নি। নিখোঁজ বনরক্ষীর বাড়ী নেত্রকোনা জেলায় । নদীতে আরো তল্লাশীর জন্য ফায়ার সার্ভিসকে খবর দেয়া হয়েছে এবং ঘটনাটি উর্ধতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে বলে এসিএফ জানান।