সুন্দরবনের গোলখালীতে আধুনিক পর্যটন কেন্দ্র স্থাপনের প্রতিশ্রুতি প্রতিমন্ত্রীর

0
321

কপিলমুণি প্রতিনিধি: খুলনা জেলার কয়রা উপজেলার সুন্দরবনের কোলে বঙ্গোপসাগরের পাদদেশে গোলখালীতে আধুনিক মানের পর্যটন কেন্দ্র গড়ে তোলার প্রতিশ্রুতি দিয়েছেন বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী। তিনি বলেছেন, ইতোমধ্যে পর্যটন সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে সরকার কাজ শুর” করেছে। দেশি-বিদেশি বিশেষজ্ঞদের সমন্বয়ে একটি উচ্চ পর্যায়ের কমিটি মাস্টারপ্লান কাজ শুর” করেছে। মাস্টারপ্লান চূড়ান্ত হওয়ার পর বাস্তবায়ন কাজ শুর” হবে।
বৃহস্পতিবার বিকেলে সংসদে বেসরকারি সদস্যদের সিদ্ধান্ত প্রস্তাবের আলোচনার জবাবে তিনি এ সব কথা বলেন। এর আগে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অধিবেশনে এ সংক্রান্ত প্রস্তাবটি উত্থাপন করেন খুলনা-৬ আসন থেকে নির্বাচিত সরকারদলীয় সদস্য মোঃ আক্তারুজ্জামান বাবু।
তিনি সংসদ সদস্যদের ডিও লেটারের ভিত্তিতে অগ্রাধিকারের ভিত্তিতে পর্যটন বিষয়ক নতুন প্রকল্প গ্রহণের প্রতিশ্রুতি দিয়ে প্রস্তাবটি প্রত্যাহারের আহ্বান জানান এবং পরে মূল প্রস্তাবটি প্রত্যাহার করেন মাননীয় সংসদ সদস্য (খুলনা-৬) মোঃ আক্তার”জ্জামান বাবু।