সীমিত পরিসরের উৎসবে মিম পেয়েছেন বহু জামা

0
262

টাইমস বিনোদন:
ঢালিউড তারকা বিদ্যা সিনহা মিমের মামাবাড়ি রাজশাহীতে। শারদীয় দুর্গোৎসবটি তিনি কাটান সেখানেই, বাঘার নারায়ণপুরে। করোনা মহামারির কারণে এবার আর সেখানে যাওয়া হচ্ছে না মিমের। কেননা সেখানে গেলেই বহু মানুষ দেখা করতে আসেন তাঁর সঙ্গে। করোনায় নিরাপত্তার কথা ভেবে আর এ বছর সেখানে যাচ্ছেন না মিম।

মিমের মতো অনেক তারকারই এ বছরের দুর্গোৎসবটি হবে অনেকটাই নিরানন্দ। কেউ উৎসবটি উদযাপন করবেন স্বাস্থ্যবিধি মেনে, কারও সময় কাটবে বাসায়। সুযোগ পেলে অবশ্য কেউ কেউ স্বাস্থ্যবিধি মেনে ঢুঁ মারবেন পূজাম-পে। মিমেরও সে রকম ইুমণা। বসুন্ধরা আবাসিক এলাকায় মা-বাবাকে নিয়ে থাকেন তিনি। বাসার আশপাশের কোনো ম-পে প্রতিমা দেখতে যাবেন এই তারকা।
পূজা উদযাপনে নানা চিন্তাভাবনা ও চলাফেরার সীমা থাকলেও নতুন জামাকাপড় কেনার ক্ষেত্রে সে রকম ছিল না। পূজা উপলক্ষে একগাদা শাড়ি ও জামা পেয়েছেন তিনি। এমনকি মাকে পূজার কাপড় কিনে দেওয়ার জন্য বের হয়েছিলেন। গতকাল বুধবার সন্ধ্যায় মাকে নিয়ে পূজার পোশাক কিনতে ঢাকার একটি বিপণিবিতানে ঢুকেছিলেন এই অভিনেত্রী। মিম বলেন, ‘এবারই প্রথম আমি কিছুই কিনিনি। তবে অনেক উপহার পেয়েছি। মা-বাবা ও আত্মীয়দের উপহার দিয়েছি। বাবার জন্য কিনেছি পাঞ্জাবি আর ওভারকোট।’