সীমান্ত ব্যবস্থাপনা বিষয়ে মতবিনিময় সভা

0
454

খবর বিজ্ঞপ্তি:
খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি) এর ব্যবস্থাপনায় পুটখালী বিওপিতে সীমান্ত ব্যবস্থাপনা বিষয়ে এক মতবিনিময় সভা সোমবার অনুষ্ঠিত হয়। উক্ত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে কর্ণেল মোঃ আরশাদুজ্জামান খান, উপ মহাপরিচালক, সেক্টর কমান্ডার, বিজিবি সেক্টর সদর দপ্তর, খুলনা এবং বিশেষ অতিথি হিসেবে লেঃ কর্ণেল ইমরান উল্লাহ সরকার, পিবিজিএমএস, অধিনায়ক, খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি) এবং মেজর সৈয়দ সোহেল আহমেদ, উপ অধিনায়ক, খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি) উপস্থিত ছিলেন। এছাড়াও বিওপি’র জুনিয়র কর্মকর্তা, অন্যান্য পদবীর সৈনিকবৃন্দ, স্থানীয় চেয়ারম্যান, মেম্বার, সরকারী বিভিন্ন পদবীর কর্মকর্তাবৃন্দ, জনপ্রতিনিধিবৃন্দ, প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। উক্ত সীমান্ত ব্যবস্থাপনা বিষয়ক মতবিনিময় সভায় মানব পাচার, মাদকদ্রব্য, অস্ত্র বিস্ফোরক ও অন্যান্য পণ্যসামগ্রী চোরাচালান, অবৈধভাবে সীমান্ত অতিক্রম, গরু চোরাচালান, সীমান্ত হত্যা প্রতিরোধ এবং সীমান্তের অধিবাসী প্রান্তিক জনগোষ্ঠির জন্য বিকল্প কর্মসংস্থানের প্রস্তাবনা সংক্রান্ত বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা/প্রেষনা প্রদান করা হয়। উক্ত সভায় আরও বক্তব্য রাখেন পুলক কুমার মন্ডল, উপজেলা নির্বাহী কর্মকর্তা, শার্শা, জুয়েল ইমরান, এএসপি নাভারণ সার্কেল, এন মশিউর রহমান, ভারপ্রাপ্ত কর্মকর্তা, শার্শা, মহসিন মিলন, সভাপতি, বেনাপোল প্রেসক্লাব।