সীমান্তে সন্ত্রাসী আস্তানা তৈরি করছে পাকিস্তান, দাবি ভারতের

0
265

খুলনাটাইমস বিদেশ : কারতারপুর করিডরের পাকিস্তান সীমান্তে সন্ত্রাসীরা আস্তানা তৈরি করেছে বলে দাবি করেছে নয়াদিল্লি। ভারতের গোয়েন্দা সংস্থার বরাত দিয়ে টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়, কারতারপুর করিডর দিয়ে শিখ পুণ্যার্থীদের ভিসা ছাড়াই পাকিস্তানে প্রবেশের সুযোগ সৃষ্টি হলেও জঙ্গি হামলার পরিকল্পনা করছে সন্ত্রাসীরা। হামলার আশঙ্কায় এরইমধ্যে সতর্কতা জারি করা হয়েছে বলেও ওই প্রতিবেদনে উল্লেখ করা হয়।
এদিকে বহুল প্রতীক্ষিত কারতারপুর করিডর আগামি ৯ নভেম্বর খুলে দেয়া হবে বলে জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। শিখ পুণ্যার্থীদের গ্রহণে সব ধরনের প্রস্তুতি শেষ করা হয়েছে বলেও জানান তিনি।