সিলেট ব্যাটারিচালিত রিকসা আটকের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশে

0
132

নিজস্ব প্রতিবেদক:
রিকসা, ব্যাটারি রিকসা ও ইজিবাইক চালক সংগ্রাম পরিষদ, খুলনা জেলা রবিবার এক বিবৃতিতে গত ২ জুন সিলেটে আটককৃত ব্যাটারি রিকসা ফেরতের দাবিতে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল, সিলেট জেলা বিক্ষোভ মিছিল করেন এবং মিছিল শেষে শান্তিপূর্ণ সমাবেশে হামলা ও বাসদ নেতৃবৃন্দের নামে মিথ্যা মামলা দেয়ায় সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট খুলনা জেলা সভাপতি শ্রমিক নেতা আব্দুল করিম, সাধারণ সম্পাদক জনার্দন দত্ত নাণ্টু, সহ-সভাপতি ও ব্যাটারি রিকসা আন্দোলনের অন্যতম সংগঠক আব্দুল হাই, ইলিয়াস আকন, কামরুল ইসলাম, শ্রমিক ফ্রন্টের সহ-সাধারণ সম্পাদক ও ব্যাটারি রিকসা আন্দোলনের অন্যতম সংগঠক শহীদুল হক, শহিদুল সিকদার, দপ্তর সম্পাদক হারুন-উর রশীদ, কোষাধ্যক্ষ কোহিনুর আক্তার কণা, সদস্য সাইফুল, শহিদুল ইসলাম, কবিরুল ইসলাম, ইব্রাহিমসহ সকল নেতৃবৃন্দ শ্রমজীবীদের উপর প্রশাসনের এম ন্যাক্কারজনক হামলার তীব্র নিন্দা জানান।

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, সারা বিশ্বে করোনা মহামারীতে শ্রমজীবীসহ মধ্যবিত্ত মানুষের জীবনমান পরিচালনা ব্যাহত হচ্ছে। বাংলাদেশে প্রায় ৮ কোটি মানুষ খাদ্য ও স্বাস্থ্য নিরাপত্তাহীনতায় রয়েছে। একদিকে কর্মহীন মানুষ তাদের পরিবার-পরিজন নিয়ে অভাব-অনটনে দিন কাটাচ্ছে। সকল পেশার শ্রমজীবী মানুষ তাদের গতর খাঁটিয়ে কোনো রকমে জীবন চালাচ্ছে। এমতাবস্থায় প্রচ- গরম এবং করোনার ঝুঁকি নিয়ে রিকসা শ্রমিকরা রিকসা চালাচ্ছে। কিš‘ গত মে মাসে সিলেটে সিটি কর্পোরেশন থেকে ব্যাটারি রিকসা আটক করা হয়। রিকসা শ্রমিকদের জীবিকা সচল রাখতে রিকসা ফিরিয়ে দেয়াসহ অন্যান্য দাবিতে ২ জুন বাংলাদেশের সমাজতান্ত্রিক দল সিলেট জেলার পক্ষ থেকে বিক্ষোভ মিছিল করে। মিছিল শেষে সমাবেশে হামলা এবং সিলেট সিটি কর্পোরেশন কর্তৃক বাসদ সিলেট জেলার সমন্বয়ক আবু জাফর, সদস্য প্রণব জ্যোতি পাল ও জুবায়ের আহমদ চৌধুরি সুমনের নামে দায়েরকৃত মামলা প্রত্যাহারের দাবি জানান এবং অবিলম্বে রিকসা শ্রমিকদের সমস্যার স্থায়ী সমাধানের দাবি জানান।খবর বিজ্ঞপ্তি

খুলনা টাইমস/এমআইআর