খুবি’র নবনিযুক্ত ভিসি’কে শুভেচ্ছা ও মতবিনিময় খুলনার বিশিষ্ট নাগরিকবৃন্দের

0
122

নিজস্ব প্রতিবেদক:
খুলনা বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্য প্রফেসর ড. মোঃ মাহমুদ হোসেনকে (৬ জুন) রবিবার বেলা ১০টা ৪৫ এ ভিসি কার্যালয়ে খুলনার বিশিষ্ট নাগরিকবৃন্দের পক্ষে ফুলেল শুভেচ্ছা প্রদান ও মতবিনিময় করা হয়। মতবিনিময়কালে খুলনা বিশ্ববিদ্যালয়ের অবকাঠামো, শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষক-ছাত্র সম্পর্ক এবং সম্প্র্র্রতি উদ্ভুত তিন শিক্ষকের বহিষ্কারসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়। অত্যন্ত সৌহার্দপূর্ণভাবে আলোচনা অনুষ্ঠিত হয়।

এ সময়ে উপস্থিত ছিলেনÑবাংলাদেশের সংবিধান প্রণেতা, সাবেক সংসদ সদস্য ও খুলনার সাবেক পৌর সভার চেয়ারম্যান অ্যাড. মোঃ এনায়েত আলী, খুবি’র সিনেট সদস্য, বিএমএ কেন্দ্রীয় সহ-সভাপতি ও খুলনার সভাপতি ডাঃ শেখ বাহারুল আলম, খুলনা নাগরিক সমাজ-এর আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা এড. আ ফ ম মহসীন, সুশাসনের জন্য নাগরিক (সুজন)-এর বিভাগীয় সম্পাদক অ্যাড. কুদরত-ই-খুদা, খুলনা বিভাগীয় আয়কর আইনজীবী ফেডারেশনের সভাপতি এস এম শাহ নওয়াজ আলী, অধ্যক্ষ ড. আবুল কালাম আজাদ, বিশিষ্ট সাংবাদিক ও গবেষক গৌরাঙ্গ নন্দী, বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির সিনিয়র সহ-সভাপতি ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব শাহীন জামাল পন, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি খুলনা মহানগর সভাপতি শেখ মফিদুল ইসলাম, বাম গণতান্ত্রিক জোট ও গণসংহতি আন্দোলন খুলনা জেলা সমন্বয়ক মুনীর চৌধুরী সোহেল প্রমুখ।খবর বিজ্ঞপ্তি

খুলনা টাইমস/এমআইআর