সিপিবি খুলনা জেলা ও মহানগর কমিটির বিবৃতি

0
187

খবর বিজ্ঞপ্তি:
দেশের ক্রমবর্ধমান বাজারমূল্যের ঊর্ধ্বগতি, করোনাভাইরাসের কারণে খাদ্য বহির্ভুত পণ্যের মূল্যবৃদ্ধিতে সাধারণ জনগণ যখন দিশেহারা ঠিক সময়ে ভর্তুকির ওজুহাতে সরকার অন্যায় ও অযৌক্তিকভাবে বিদ্যুৎ ও পানির মূল্য বৃদ্ধি করায় প্রতিবাদ জানিয়ে বিবৃতি প্রদান করেছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি-সিপিবি খুলনা জেলা ও মহানগর কমিটির নেতৃবৃন্দ। বিবৃতি নেতৃবৃন্দ বলেন, অবিলম্বের এই মূল্যবৃদ্ধি প্রত্যাহারের ঘোষণা দিতে হবে অন্যথায় জনগণকে সাথে নিয়ে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে। বিবৃতিদাতারা হলেনÑবাংলাদেশের কমিউনিস্ট পার্টি-সিপিবি’র খুলনা জেলা সভাপতি ডাঃ মনোজ দাশ, সাধারণ সম্পাদক এড. রুহুল আমিন, সহ-সম্পাদক আব্দুল হান্নান, মহানগর সভাপতি এইচ এম শাহাদাৎ, সাধারণ সম্পাদক এড. মোঃ বাবুল হাওলাদার, সদর থানা সভাপতি দীনমোহাম্মদ, সাধারণ সম্পাদক এড. নিত্যানন্দ ঢালী, সোনাডাঙ্গা থানা সভাপতি নিতাই পাল, সাধারণ সম্পাদক রুস্তম আলী হাওলাদার, খালিশপুর থানা সভাপতি মিজানুর রহমান স্বপন, সাধারণ সম্পাদক মোঃ মোস্তাফিজুর রহমান রাসেল, দৌলতপুর থানা সভাপতি পূর্ণেন্দ দে বুবাই, সাধারণ সম্পাদক মোঃ সোহরাব হোসেন, খানজাহান আলী থানা সভাপতি আব্দুর রহমান, সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন প্রমুখ।