সাড়ে ৩ বছর পর নিহত জঙ্গির মরদেহ আঞ্জুমানে হস্তান্তর

0
161

টাইমস ডেস্ক:
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) ক্যাম্পের নির্মাণাধীন ভবনের ব্যারাকে আত্মঘাতী হামলায় নিহত জঙ্গি শামীমের (২৫) মরদেহ সাড়ে তিন বছর পর আঞ্জুমান মুফিদুল ইসলামের কাছে হস্তান্তর করা হয়েছে। নিহতের পরিচয় নিশ্চিতের পর পরিবার মরদেহ গ্রহণে রাজি না হওয়ায় গতকাল রোববার সকাল সাড়ে ১০টার দিকে র‌্যাব-১ এর পক্ষ থেকে মরদেহ আঞ্জুমান মুফিদুলে হস্তান্তর করা হয়। গতকাল রোববার দুপুরে র‌্যাব-১ এর আইন কর্মকর্তা সিনিয়র এসপি মো. নজমুল হক বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, অজ্ঞাত ওই নিহত তরুণের নাম শামীম। বাড়ি নরসিংদী। বাবার নাম সাইদুর রহমান। শামীম একসময় বিদেশে ছিলেন। নব্য জেএমবির এ সদস্য ২০১৭ সালের ১৭ মার্চ হযরত শাহজালাল বিমানবন্দরের কাছে আশকোনায় র‌্যাব ক্যাম্পে আত্মঘাতী হামলায় নিহত হন। তিনি আরও বলেন, নিহতের পাসপোর্টের সূত্র ধরে পরিচয় নিশ্চিত হয় র‌্যাব। তবে নিহতের পরিবার মরদেহ গ্রহণে অস্বীকৃতি জানালে যথাযথ প্রক্রিয়া শেষে মরদেহ আঞ্জুমান মুফিদুলে হস্তান্তর করা হয়। হামলার পরপরই ওই সময়কার সং¯’াটির লিগ্যাল ও মিডিয়া উইংয়ের পরিচালক মুফতি মাহমুদ খান গণমাধ্যমকে জানিয়েছিলেন, র‌্যাব ক্যাম্পে হামলাকারী ঘটনা¯’লেই মারা যান এবং এ ঘটনায় দুজন র‌্যাব সদস্য সামান্য আহত হন। ওই দিন দুপুর দেড়টার দিকে নিহত ব্যক্তি দেয়াল টপকে ক্যাম্পের ভেতরে প্রবেশের চেষ্টা করলে আইনশ”ড়খলা বাহিনীর সদস্যরা তাকে চ্যালেঞ্জ করে, এ সময় সে তার সঙ্গে রাখা বোমাটির বিস্ফোরণ ঘটায়। এতে হামলাকারীর দেহ ছিন্ন-বি”িছন্ন হয়ে যায়। নিহত ওই জঙ্গির মরদেহ এত দিন ঢামেক মর্চুয়ারিতে সংরক্ষিত ছিল।