সাদা পোশাকে রাজ্জাকের দাপট

0
382

খেলা ডেস্ক, খুলনা টাইমস:

কাঁটায় কাঁটায় ৪ বছর পর সেই শ্রীলঙ্কার বিপক্ষেই জাতীয় দলের সাদা পোশাকে প্রত্যাবর্তনকে কী দারুণভাবেই না দাপট দেখালেন রাজ্জাক!শ্রীলঙ্কার ইনিংসে ষষ্ঠ ওভারে প্রথম বলে দিমুথ করুনারতেœকে (৩) তুলে নেন বাঁহাতি এ স্পিনার। এরপর নিজের দ্বিতীয় স্পেলে জাগিয়ে তুলেছিলেন হ্যাটট্রিকের সম্ভাবনা!
সকালের সেশনে দ্বিতীয় ওভারেই রাজ্জাকের হাতে বল তুলে দেন অধিনায়ক মাহমুদউল্লাহ। নিজের তৃতীয় ওভারেই বাংলাদেশকে ভালো শুরু এনে দেন ৩৫ বছর বয়সী এ স্পিনার। দিমুথ করুনারতেœকে (৩) স্টাম্পিংয়ের ফাঁদে ফেলেন তিনি। এরপর ২৮তম ওভারে দ্বিতীয় স্পেলে রাজ্জাককে বোলিংয়ে ফেরান অধিনায়ক মাহমুদউল্লাহ। তাঁর প্রথম বলেই মিড অফে মুশফিককে ক্যাচ দেন দানুষ্কা গুনাতিলকা (১৩)। পরের বলটি ছিল যে কোনো বাঁহাতি স্পিনারের স্বপ্নের ডেলিভারি। মাঝ স্টাম্প বরাবর নিখুঁত লেংথের ডেলিভারিটি খানিকটা বাঁক খেয়ে সাপের ছোবল মারার মতো আঘাত হেনেছে স্টাম্পে। লঙ্কান অধিনায়ক দিনেশ চান্ডিমাল সোজা ব্যাটে খেলেও নিজেকে রক্ষা করতে পারেননি।
রাজ্জাক হ্যাটট্রিকের সম্ভাবনা জাগানোর আগে ধনঞ্জয়া ডি সিলভাকে (১৯) ফেরান তাইজুল ইসলাম। ৪ উইকেটে ১০৫ রান নিয়ে মধ্যাহৃ বিরতিতে যায় শ্রীলঙ্কা। দ্বিতীয় সেশনের শুরুতেও রাজ্জাক-তাইজুলের ছোবল থেকে নিজেদের রক্ষা করতে পারেননি লঙ্কানরা। একপ্রান্ত আগলে রাখা কুশল মেন্ডিসকে (৬৮) দ্বিতীয় সেশনের দ্বিতীয় বলেই ফেরান রাজ্জাক। এবারও নিখুঁত লেংথ থেকে বাঁক নিয়ে তাঁর ডেলিভারি আঘাত হেনেছে স্টাম্পে।
পরের ওভারে নিরোশান ডিকভেলাকেও (১) ফিরিয়ে শ্রীলঙ্কার দুই শতর নিচে গুটিয়ে যাওয়ার শঙ্কা বাড়িয়ে তোলেন তাইজুল।
সাব্বির রহমানকেও দলে ফিরিয়েছে বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট। মোসাদ্দেক হোসেনের জায়গায় খেলছেন সাব্বির। শ্রীলঙ্কা দলে টেস্ট অভিষেক ঘটেছে আকিলা ধনঞ্জয়ার। বাংলাদেশের মতো শ্রীলঙ্কাও এক পেসার নিয়ে একাদশ গড়েছে। টস হেরে ফিল্ডিং করছে বাংলাদেশ। চট্টগ্রামে সিরিজের প্রথম টেস্টে ড্র করেছে দুই দল।