সাতক্ষীরায় মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট কার্যালয়’র উদ্বোধন

0
196

খবর বিজ্ঞপ্তি:
সাতক্ষীরায় মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইস্টিটিউট কার্যালয় উদ্বোধন করা হয়েছে। সরকারের কৃষি মন্ত্রণালয়ের অধীন একটি প্রতিষ্ঠান। শনিবার বেলা ১১টায় এর উদ্বোধন করা হয়। মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট খুলনা বিভাগীয় প্রধান মূখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা এবং গোপালগঞ্জ, খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা ও পিরোজপুর কৃষি উন্নয়ন প্রকল্প (এসআরডিআই অংগ)’র পরিচালক সচীন্দ্র নাথ বিশ্বাস প্রধান অতিথি হিসেবে এই কার্যালয়ের উদ্বোধন করেন।
উপস্থিত ছিলেন সাতক্ষীরা হর্টিকালচার সেন্টারের উপ-পরিচালক কৃষিবিদ মো. আমজাদ হোসেন, লবণাক্ততা ব্যবস্থাপনা ও গবেষণা কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও জিকেবিএসপি (এসআরডিআই অংগ)’র পরিবীক্ষণ ও মূল্যায়ন কর্মকর্তা অমরেন্দ্র বিশ্বাস, কৃষি প্রকৌশলী হারুনÑঅর-রশীদ, কৃষিবিদ মো.মোশারফ হোসেন, প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ও বাংলাদেশকৃষি গবেষণা ইনস্টিটিউট ড. মো.রোকনুজ্জামান ও বাংলাদেশ পরামানু কৃষি গবেষণা ইনস্টটিউট’র কৃষিবিদ মো.রফিকুল ইসলামসহ কর্মকর্তাবৃন্দ।