সাতক্ষীরার দেবহাটায় ছাত্রলীগের ৭৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

0
236

দেবহাটা প্রতিনিধি : ১৯৪৮ সালে ছাত্রলীগ প্রতিষ্ঠার পর থেকে বিভিন্ন সময়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে আসছে সংগঠনটি। বায়ান্নর ভাষা আন্দোলনে ছাত্রলীগের নেতৃত্বে ১৪৪ ধারা ভঙ্গ করে বুকের তাজা রক্তের বিনিময়ে বাঙালির ভাষার অধিকার প্রতিষ্ঠা, ৫৪’র সাধারণ নির্বাচনে ছাত্রলীগের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ পরিশ্রমে যুক্তফ্রন্টের বিজয় নিশ্চিত, ৫৮’র আইয়ুববিরোধী আন্দোলন, ৬২’র শিক্ষা আন্দোলনে ছাত্রলীগের গৌরবোজ্জ্বল ভূমিকা, ৬৬’র ৬ দফা নিয়ে ছাত্রলীগের নেতা-কর্মীদের দেশের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানসহ সারাদেশে ছড়িয়ে পড়া, ৬ দফাকে বাঙালি জাতির মুক্তির সনদ হিসাবে প্রতিষ্ঠা করা, ৬৯’র গণঅভ্যুত্থানে ছাত্রলীগের নেতৃত্বে পাক শাসকের পদত্যাগে বাধ্য করা এবং বন্দিদশা থেকে বঙ্গবন্ধুকে মুক্ত করা, ৭০’র নির্বাচনে ছাত্রলীগের অভূতপূর্ব ভূমিকা পালন, একাত্তরের মুক্তিযুদ্ধে সম্মুখসমরে ছাত্রলীগের অংশগ্রহণ, স্বাধীনতা পরবর্তী সামরিক শাসনের অবসান ঘটিয়ে গণতন্ত্রে উত্তরণসহ প্রতিটি আন্দোলন-সংগ্রামে ছাত্রলীগের অসামান্য অবদান দেশের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে।তাই করোনা কালীন সময়েও দেবহাটা উপজেলা ছাত্রলীগের আয়োজনে কেক কাটা ও আলোচনা সভার মধ্যদিয়ে পালিত হল ছাত্রলীগের ৭৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী।সোমবার বিকাল ৪টায় দেবহাটা উপজেলা ছাত্রলীগের উদ্যোগে পারুলিয়া ইউনিয়ন পরিষদ হল রূমে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সুমনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এএইচ সোহাগ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সাবেক ও প্রস্তাবিত কমিটির সাংগঠনিক সম্পাদক ও সখিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ ফারুক হোসেন রতন। এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন,উপজেলা আওয়ামীলীগের প্রস্তাবিত কমিটির সাংগঠনিক সম্পাদক মনিরুল ইসলাম মনি,সদস্য রবিউল ইসলাম, দেবহাটা উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক বিজয় ঘোষ, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মাহবুব আলম খোকন,সাধারন সম্পাদক লোকমান কবির,উপজেলা কৃষকলীগের সদস্য সচিব হুমায়ন কবির হীম, উপজেলা তাতীলীগের আহবায়ক আশরাফুল ইসলাম, দেবহাটা কলেজ ছাত্রলীগের সভাপতি আহছানউল্লা কল্লোল, সখিপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি তৌহিদ হোসেন, কেবিএ কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমানসহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।