সমস্যায় পড়ে ফুটবলার বাইচুংয়ের দ্বারস্থ দেব

0
278

খুলনাটাইমস বিনোদন: বরাবরই পর্দায় রোমান্টিক কিংবা অ্যাকশন হিরো হিসেবে দেখা মিলেছে টলিউডের জনপ্রিয় অভিনেতা দেবের। তবে গেল কয়েক বছর যাবত মেইনস্ট্রিম কমার্শিয়াল চরিত্র ছেড়ে চ্যালেঞ্জিং চরিত্রে মন দিয়েছেন এই অভিনেতা। আসছে বছর আবারো এমনই এক চরিত্রে পর্দায় দেখা যাবে তাকে। আগেই ঘোষণা এসেছিল আসছে বছর ফুটবল খেলাকে কেন্দ্র করে ভারতীয় পরিচালক ধ্রুব ব্যানার্জি নির্মাণ করবেন চলচ্চিত্র। ছবিটির নাম হবে ‘গোলন্দাজ’। আর এই ছবিতেই কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করতে চলেছেন দেব। ভারতীয় ফুটবলের জনক নগেন্দ্র প্রসাদ সর্বাধিকারিকে নিয়ে নির্মিতব্য এই ছবিতে ফুটে উঠবে কীভাবে ভারত তথা বাঙালিদের পায়ে আসে ফুটবল। দেব থাকবেন মূল ভূমিকায়। এই চরিত্রের জন্য ফুটবল খেলাকে বেশ ভালভাবে রপ্ত করতে হচ্ছে এই অভিনেতাকে। যার প্রশিক্ষণ নিতে সম্প্রতি ভারতীয় প্রাক্তন ফুটবলার বাইচুং ভুটিয়ার সাথে দেখা করেন দেব। এসময় দেবকে ফুটবলের বেশ কিছু কৌশল শেখান বাইচুং। বিষয়টি নিয়ে দেব বলেন যে, আমি অনেকদিন ধরেই ফুটবল খেলার প্রশিক্ষণ নিচ্ছি। তবে ইদানীং আমি কিছু সমস্যার সম্মুখীন হচ্ছিলাম, যেগুলো কাটিয়ে উঠতে পারছিলাম না। শেষমেশ বাইচুং আমাকে বেশ কিছু কৌশল শিখিয়ে দিয়েছে যেগুলো অনেক কাজে দিয়েছে।
তিনি আরো বলেন যে, ফুটবল এমন একটি খেলা যেখানে আপনার মন, দেহ এবং খেলায় অংশগ্রহণ করা বাকি খেলোয়াড়দের সাথে একটি সমন্বয় ঘটাবে। ফলে নিজেকে এর জন্য খুব ভাল ভাবে প্রস্তুত করা প্রয়োজন। এছাড়াও বাইচুংয়ের কাছে থেকে ফুটবলের প্রশিক্ষণ প্রসঙ্গে দেব আরো জানান যে, আমি ফুটবল নিয়ে বাইচুংকে ৫০টিরও বেশি প্রশ্ন করেছিলাম এবং তিনি প্রত্যেকটি প্রশ্নের উত্তরই খুব বিনয়ের সাথে দিয়েছিলেন।